অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৮ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. রক্তে অবস্থিত দুটি ফ্যাট হল—
[A] লুয়ারিক অ্যাসিড ও কেরোটিক অ্যাসিড
[B] কার্পিক অ্যাসিড ও প্লামাটিক অ্যাসিড
[C] কোলেস্টেরল ও লিসিথিন
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] কোলেস্টেরল ও লিসিথিন
2. সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন—
[A] স্যার লিওনার্ড উলি
[B] ভি এস আগরওয়াল
[C] রাখালদাস বন্দ্যোপাধ্যায়
[D] এ এল বাসাম
উত্তরঃ [C] রাখালদাস বন্দ্যোপাধ্যায়
3. ভিটামিনের C -এর রাসায়নিক নাম কি?
[A] থিয়ামিন
[B] ক্যারোটিন
[C] ফাইলোকুইনিন
[D] অ্যাসকরবিক অ্যাসিড
উত্তরঃ [D] অ্যাসকরবিক এসিড
4. কবে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়?
[A] 1963 সালে
[B] 1964 সালে
[C] 1982 সালে
[D] 1993 সালে
উত্তরঃ [B] 1964 সালে
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কত সালে গৃহীত হয়েছিল?
[A] 2016 সালে
[B] 2018 সালে
[C] 2020 সালে
[D] 2022 সালে
উত্তরঃ [A] 2016 সালে
6. প্লিউরাইসি রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] চোখ
[B] ফুসফুস
[C] ত্বক
[D] গলা
উত্তরঃ [B] ফুসফুস
7. হরপ্পায় স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হল—
[A] রাস্তার ধারে ড্রেন
[B] নোংরা ফেলার জায়গা
[C] স্নানাগার
[D] পয়ঃ প্রণালী
উত্তরঃ [D] পয়ঃ প্রণালী
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৩৭
8. কে সর্বপ্রথম ইকো সিস্টেম কথাটি ব্যবহার করেন?
[A] ক্লার্ক
[B] হেকেল
[C] ট্যান্সলে
[D] ওডাম
উত্তরঃ [C] ট্যান্সলে
👇 প্রস্তুতি নিন বাজারের সেরা গাইড বইয়ের সঙ্গে 👇
9. বৈদিক যুগীয় ধর্মচর্চার কেন্দ্র ছিল—
[A] পশুবলি
[B] দানধ্যান
[C] গোরক্ষা
[D] যঞ্জ
উত্তরঃ [D] যঞ্জ
10. আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যানস দেখা যায়—
[A] যকৃতে
[B] পিটুইটারিতে
[C] অগ্ন্যাশয়ে
[D] প্লীহায়
উত্তরঃ [C] অগ্ন্যাশয়ে