অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪২ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. মুখবিবরে পাচিত হয় না কোন জাতীয় খাদ্য?
[A] প্রোটিন
[B] ভিটামিন
[C] প্রোটিনো ও ফ্যাট জাতীয় খাদ্য
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য
2. কার্বোহাইড্রেট বিপাক ব্যাহত হলে কি হয়?
[A] গলগন্ড
[B] ডায়াবেটিস
[C] ইনসুলিন
[D] অপুষ্টি
উত্তরঃ [B] ডায়াবেটিস
3. মুত্র ও ঘামের প্রধান উপাদান হল—
[A] কার্বন
[B] ইউরিয়া
[C] নাইট্রোজেন
[D] জল
উত্তরঃ [D] জল
4. চের্নোবিল পারমাণবিক বিপর্যয় কোথায় ঘটেছিল?
[A] রাশিয়ায়, 1986 সালে
[B] রাশিয়ায়, 1981 সালে
[C] রাশিয়ায়, 1988 সালে
[D] রাশিয়ায়, 1987 সালে
উত্তরঃ [A] রাশিয়ায়, 1986 সালে
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. ফ্যাট পরিপাক হয়—
[A] কিডনিতে
[B] বৃহদন্ত্রে
[C] পাকস্থলী ও ক্ষুদ্রান্তে
[D] অগ্নাশয়ে
উত্তরঃ [C] পাকস্থলী ও ক্ষুদ্রান্তে
6. গ্রামীন উন্নয়নের ক্ষেত্রে LPG মডেল কত সালে গৃহীত হয়েছিল?
[A] 1989 সালে
[B] 1991 সালে
[C] 1999 সালে
[D] 1998 সালে
উত্তরঃ [B] 1991 সালে
7. ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারক কে?
[A] স্যার জন মার্শাল
[B] স্যার মার্টিমার হুইলার
[C] এস আর রাও
[D] স্যার অরেল স্টেইন
উত্তরঃ [C] এস আর রাও
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪১
8. কোন কোশ অন্ধকারে দেখতে সাহায্য করে?
[A] কোণ কোশ
[B] রড কোশ
[C] বাহক কোশ
[D] ধারক কোশ
উত্তরঃ [B] রড কোশ
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আলাদা সিলেবাস অনুযায়ী লিখিত একমাত্র বই 👇👇
9. নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল?
[A] হরপ্পা
[B] সুরকোটাডা
[C] ধোলাভিরা
[D] লোথাল
উত্তরঃ [D] লোথাল
10. মানুষের করোটিয় স্নায়ু কয় জোড়া?
[A] 10 জোড়া
[B] 12 জোড়া
[C] 14 জোড়া
[D] 31 জোড়া
উত্তরঃ [B] 12 জোড়া