অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৬ | ICDS Practice Set 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য দৈনিক প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এক নজরে
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali
1. প্রোটোজোয়া গঠিত একটি রোগের নাম লেখ?
[A] কলেরা
[B] ম্যালেরিয়া
[C] জলবসন্ত
[D] ইনফ্লুয়েঞ্জা
উত্তরঃ [B] ম্যালেরিয়া
2. দেশের জাতীয় আয়ের প্রায় কত শতাংশ গ্রামীণ ক্ষেত্র থেকে আসে?
[A] প্রায় 46%
[B] প্রায় 20%
[C] প্রায় 25%
[D] প্রায় 15%
উত্তরঃ [A] প্রায় 46%
3. আলসার রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] ত্বক
[B] যকৃত
[C] হৃদপিণ্ড
[D] পাকস্থলী
উত্তরঃ [D] পাকস্থলী
4. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
[A] 7 জুন
[B] 5 জুন
[C] 12 জুন
[D] 15 জুন
উত্তরঃ [B] 5 জুন
নিজের জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার সব খবর পাওয়ার জন্য আমাদের WhatsApp গ্ৰুপ জয়েন করুন 👇👇
5. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন—
[A] দারায়ুস
[B] সাইরাস
[C] সক্রেটিস
[D] এরিস্টটল
উত্তরঃ [D] এরিস্টটল
6. পানীয় জলের গ্রহণ যোগ্য আর্সেনিক মাত্রা—
[A] 0.1 mg/lit
[B] 0.2 mg/lit
[C] 0.05 mg/lit
[D] 0.5 mg/ lit
উত্তরঃ [C] 0.05 mg/lit
7. বিশাখদত্তের ‘মুদ্রা রাক্ষস’ গ্রন্থে বর্ণিত রাক্ষস কোন রাজার সেনাপতি ছিলেন?
[A] মহাপদ্মনন্দ
[B] ধননন্দ
[C] চন্দ্রগুপ্ত মৌর্য
[D] অজাত শত্রু
উত্তরঃ [B] ধননন্দ
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৫
8. রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে?
[A] বাসক
[B] নাস্কভমিকা
[C] সর্পগন্ধা
[D] ফক্সগ্লোভ
উত্তরঃ [C] সর্পগন্ধা
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আলাদা সিলেবাস অনুযায়ী লিখিত একমাত্র বই 👇👇
9. বুদ্ধদেব যেখানে প্রথম ধর্ম প্রচার করেন—
[A] মগধ
[B] সারনাথ
[C] সাঁচি
[D] লুম্বিনী
উত্তরঃ [B] সারনাথ
10. কোশ মতবাদ প্রবর্তন করেন কে?
[A] হরগোবিন্দ খোরানা
[B] স্লেইডেন এবং সোয়ান
[C] ডগহার্টি
[D] রবার্ট ব্রাউন
উত্তরঃ [B] স্লেইডেন এবং সোয়ান