বিপুল পরিমাণ শূন্য পদে কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা ICF এ অ্যাপ্রেন্ট নিয়োগ শুরু হয়েছে। কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি একাডেমিক পড়াশোনার নম্বর এর উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীরা অ্যাপ্রেন্টিস হিসাবে এই ফ্যাক্টরিতে নিযুক্ত হতে পারবেন। ICF এর অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সহজ সরল ভাষায় বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
নিয়োগ কারী সংস্থা- ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা ICF।
পদের নাম- এপ্রেন্টিস।
শূন্য পদের সংখ্যা- ১০১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে স্নাতক বা স্নাতক হত্যার ডিগ্রী থাকলেও চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। তবে প্রতিক্ষেত্রেই চাকরি প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর এর সাথে দশম শ্রেণী বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ন্যাশনাল ট্রেড বা ITI এর সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীদের কাছে।
চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ
বয়স সীমা- ITI যোগ্যতা রয়েছে এমন চাকরিপ্রার্থীরা ১১/০৮/২০২৫ তারিখের হিসাব অনুসারে ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অপরদিকে ITI যোগ্যতা নেই এমন চাকরিপ্রার্থীদের জন্য ১৫ বছর থেকে ২২ বছর পর্যন্ত বয়সের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় পাবেন।
মাসিক স্টাইপেন্ড- প্রত্যেকটি পদের ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে স্টাইপেন্ড দেওয়া হবে। এক্ষেত্রে সম্পূর্ণ অনভিজ্ঞ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা প্রতিমাসে ৬০০০ টাকা, অনভিজ্ঞ উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা প্রতিমাসে ৭০০০ টাকা এবং ITI প্রতি মাসে ৭০০০ টাকা স্টাইপেন্ড পাবেন।
চাকরির খবরঃ ৩৬১ শূন্য পদে NHPC তে নিয়োগের সুযোগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি ক্ষেত্রেই এক বছর বা কোন কোন ক্ষেত্রে দুই বছরের জন্য চাকরি প্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে। প্রশিক্ষণের শেষে অবশ্যই এপেনডিস যোগ্যতার গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পাবেন প্রত্যেকটি চাকরিপ্রার্থী। এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ITI নম্বরের উপর ভিত্তি করে প্রতিটি চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদনের জন্য ১২/০৭/২০২৫ তারিখ থেকে ১১/০৮/২০২৫ তারিখের মধ্যে https://pb.icf.gov.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে। সবার প্রথমে চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এরপর যথাযথ তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে দিতে হবে। এক্ষেত্রে সাধারণ এবং ওবিসি পুরুষ চাকরি প্রার্থীদের ১০০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে। অন্যান্য চাকরিপ্রার্থী এবং মহিলাদের কোন আবেদন মূল্য জমা দিতে হবে না।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.