IGM Kolkata Recruitment 2021: গ্র্যাজুয়েট পাশে আবেদন করুন

চাকরির খবর: ইন্ডিয়া গভর্মেন্ট মিন্ট (কলকাতা) -এর তরফ থেকে গ্র্যাজুয়েট পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। India Government Mint বা IGM হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। IGM -এর কলকাতার…

Published By: ExamBangla.com | Published On:

চাকরির খবর: ইন্ডিয়া গভর্মেন্ট মিন্ট (কলকাতা) -এর তরফ থেকে গ্র্যাজুয়েট পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। India Government Mint বা IGM হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। IGM -এর কলকাতার অফিসে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পদগুলিতে আবেদনযোগ্য। বিজ্ঞপ্তি নং IGMK/ HR (Estt.)/ Rect./01/ 2020. অনলাইনে আবেদন করা যাবে 20 জানুয়ারি থেকে, আবেদন প্রক্রিয়া চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত।

IGM Kolkata Recruitment 2021

রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট [লেভেল- B3]
পোস্ট কোড: 03
মূল বেতন: 8,350/- থেকে 20,470/- টাকা।
মোট শূন্যপদ: 12 টি (SC- 2, OBC- 3, EWS- 1, UR- 6).
শিক্ষাগত যোগ্যতা: অন্তত 55 শতাংশ নম্বর নিয়ে যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটার জানতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 40 টি অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।

Junior Bullion Assistant [লেভেল- B3]
পোস্ট কোড: 04
মূল বেতন: 8,350/- থেকে 20,470/- টাকা।
মোট শূন্যপদ: 10 টি (SC- 1, OBC- 2, EWS- 1, UR- 6).
শিক্ষাগত যোগ্যতা: অন্তত 55 শতাংশ নম্বর নিয়ে যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটার জানতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে 40 টি অথবা হিন্দিতে প্রতি মিনিটে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে।

জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) [লেভেল- W1]
মূল বেতন: 7,750/- থেকে 19,040/- টাকা।
মোট শূন্যপদ: 16 টি (SC- 2, ST- 1, OBC- 4, EWS- 1, UR- 8).
শিক্ষাগত যোগ্যতা: NCVT অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই (ITI) পাশ করতে হবে।

সুপারভাইজার (Tech Oprs.) [লেভেল- S1]
পোস্ট কোড: 01
মূল বেতন: 26,000/- থেকে 100,000/- টাকা।
মোট শূন্যপদ: 10 টি। এদের মধ্যে মেকানিক্যাল- 8 টি (SC- 1, ST- 1, OBC- 2, EWS- 1, UR- 3); সিভিল- 1 টি (UR); মেটালার্জিক্যাল- 1 টি (UR).
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/ সিভিল/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম বিভাগে (1st Class) ডিপ্লোমা পাশ। সংশ্লিষ্ট বিষয় গুলিতে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেমন- B.Tech/ B.E./ B.Sc. Engineering পাশ করে থাকলেও আবেদনযোগ্য।

Engraver- III [লেভেল- B4]
পোস্ট কোড: 02
মূল বেতন: 8,500/- থেকে 20,850/- টাকা।
মোট শূন্যপদ: 6 টি। এদের মধ্যে Sculpture- 2 টি (OBC- 1, UR- 1); মেটাল ওয়ার্কস- 2 টি (UR); পেইন্টিং- 2 টি (UR).
শিক্ষাগত যোগ্যতা: Sculpture/ Metal Works/ Painting বিষয়ে অন্তত 55 শতাংশ নম্বর সহ ব্যাচেলার ডিগ্রি পাশ।

বয়স সীমা: সুপারভাইজার (Tech. Oprs) এবং জুনিয়ার টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) পদ দুটি বাদে বাকি সব পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। সুপারভাইজার (Tech. Oprs) পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়ার টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সব ক্ষেত্রে বয়স হিসাব করবেন 19 ফেব্রুয়ারি, 2021 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (যেমন- SC/ ST/ OBC/ PWD/ Ex-servicemen) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে পারবেন। IGM Kolkata ‘র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মোট তিনটি ধাপে আবেদন করতে হবে- প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন, তারপরে আবেদন ফি জমা দিতে হবে, তারপরে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার JPG কিংবা JPEG ফরমেটের হতে হবে। স্ক্যান করা ফটোর সাইজ 50 KB এবং সিগনেচারের সাইজ 20 KB -এর মধ্যে হতে হবে।

আবেদন ফি: GEN/ OBC/ EWS শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 600/- টাকা। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 200/- টাকা। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 19 ফেব্রুয়ারি।

নিয়োগ পদ্ধতি:
1. সুপারভাইজার (Tech. Oprs), Engraver- III পদ দুটির ক্ষেত্রে নিয়োগ করা হবে কেবল অনলাইন পরীক্ষার মাধ্যমে।
2. জুনিয়ার অফিস এসিস্ট্যান্ট এবং Junior Bullion Assistant পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে।


3. এবং জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) পদে অনলাইন পরীক্ষা এবং ট্রেড পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা হবে 2021 সালের মার্চ বা এপ্রিল মাস নাগাদ।

পরীক্ষার সিলেবাস:

  • সুপারভাইজার (Tech. Oprs), Engraver- III এবং জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) পদের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা হবে 150 নম্বরের। প্রশ্নের সংখ্যা-150 টি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক। নেগেটিভ মার্কিং- 0.25, পরীক্ষার সময় সীমা 120 মিনিট। প্রশ্নপত্র থাকবে ইংরেজি এবং হিন্দি ভাষায়। যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো-
    1. প্রফেশনাল নলেজ- 50 নম্বর। (সংশ্লিষ্ট বিষয়ে)
    2. জেনারেল অ্যাওয়ারনেস- 25 নম্বর।
    3. ইংলিশ ল্যাঙ্গুয়েজ- 25 নম্বর।
    4. লজিক্যাল রিজনিং- 25 নম্বর।
    5. কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড- 25 নম্বর।
  • জুনিয়র অফিসার এসিস্ট্যান্ট এবং Junior Bullion Assistant পদের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা হবে 160 নম্বরের। প্রতিটি প্রশ্নের মান এক। পরীক্ষার সময়সীমা 120 মিনিট। নেগেটিভ মার্কিং 0.25, যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো-
    1. জেনারেল অ্যাওয়ারনেস- 40 নম্বর।
    2. ইংলিশ ল্যাঙ্গুয়েজ- 40 নম্বর।
    3. লজিক্যাল রিজনিং- 40 নম্বর।
    4. কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড- 40 নম্বর।

অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন 👇👇

অনলাইনে আবেদন করুন 👇👇

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career