IIT Kharagpur Ph.D Admission: আইআইটি খড়গপুরের (IIT KGP) বিভিন্ন বিষয়ের পিএইচডি (Ph.D) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি কোর্সের আবেদন গ্রহণ শুরু হয়েছে বুধবার থেকে। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের ভর্তির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
IIT Kharagpur Ph.D Admission 2023- 24
ভর্তির জন্য আবেদন জানানো যাবে অনলাইন মারফত। আবেদন জানানোর শেষ দিন আগামী ৩১শে মার্চ পর্যন্ত। আবেদন জানানোর জন্য জেনারেল, ওবিসি, রূপান্তরকামী প্রার্থী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের আবেদন মূল্য ধার্য হয়েছে ১০০০/- টাকা।আর SC, ST, মহিলা প্রার্থী ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ধার্য হয়েছে ৫০০/- টাকা। বিভিন্ন বিভাগের ভর্তির পরীক্ষা আয়োজিত হবে আগামী ২ মে থেকে ১২ মে এর মধ্যে। ও আগামী ১৪ই জুলাই থেকে ২১শে জুলাইয়ের মধ্যে ভর্তি নেওয়া হবে প্রার্থীদের।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
ভর্তির আবেদন যোগ্যতা সম্পর্কে জানানো হয়েছে। জানা যাচ্ছে, ন্যুনতম ৬০ শতাংশ নম্বর বা ৬.৫ সিজিপিএ থাকলে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, কমার্স, ম্যানেজমেন্ট বা আইন বিভাগে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এছাড়া ৫৫ শতাংশ নম্বর বা ৬ সিজিপিএ থাকলে হিউম্যানিটিজ়, সোশ্যাল সায়েন্স, এবং মেডিসিন এর পিএইচডি বিভাগে আবেদন জানানো যাবে। বিভিন্ন বিভাগের পিএইচডি কোর্সে আবেদনের জন্য আরও বেশ কিছু যোগ্যতার কথা জানানো হয়েছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে ভর্তি নেওয়া হবে। প্রত্যেক সেমিস্টারের টিউশন ফি বরাদ্দ হবে ২৫,০০০ টাকা।
আবেদন করতে পারবেন IIT Kharagpur -এর অফিশিয়াল ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) আগ্রহী প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করলে User ID ও Password পাবেন। User ID ও Password দিয়ে লগইন করে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার লিংক নীচে দেওয়া হয়েছে।
Apply Now Online: Registration | Login