চাকরির খবর

ভারতীয় ডাক বিভাগে বিরাট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisement

ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

India Post GDS Recruitment 2023

Employment No- 17-21/2023-GDS
পদের নাম- Gramin Dak Sevak
মোট শূন্যপদ- ৪০,৮৮৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১২‌ হাজার টাকা থেকে ২৯ হাজার টাকা।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

join Telegram

আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.indiapostgdsonline.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার (মাধ্যমিক) নাম্বারের শতাংশ ভিত্তিতে নিয়োগ করা হবে।

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles