জেনারেল নলেজ

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024 | ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024: এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হল ভারত। গণতান্ত্রিক ভাবে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। দেশের প্রধানমন্ত্রী হলেন ভারত সরকারের প্রধান। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে ভারতের প্রধানমন্ত্রী তালিকাতে বেশকিছু নাম সংযোজন হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024 সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা জরুরি। আজকের প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024 -এ প্রত্যেক প্রধানমন্ত্রীর নাম সহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024

1947 সালের 15 আগস্ট ভারত ভাগের শর্ত সামনে রেখে তদানীন্তন ব্রিটিশ সরকার ভারতকে শর্ত সাপেক্ষে স্বাধীনতা প্রদান করে। সেই সময়কালে ভারতের একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রদেশ কমিটির সুপারিশ অনুযায়ী সর্দার বল্লভভাই প্যাটেলের নাম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসে। কিন্তু গান্ধীজির ঐকান্তিক ইচ্ছায় জওহরলাল নেহেরুকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। এর পরবর্তী সময় থেকে লোকসভা নির্বাচনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসছে। আজকের প্রতিবেদনে এখনও পর্যন্ত নির্বাচিত ১৪ জন প্রধানমন্ত্রীর নামের তালিকা সহ গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি দেওয়া হল।

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024
নামসময়কালজন্ম - মৃত্যুদলের নাম
জওহরলাল নেহেরু১৫ আগস্ট, ১৯৪৭ — ২৭ মে, ১৯৬৪১৪ নভেম্বর, ১৮৮৯ — ২৭ মে, ১৯৬৪ভারতীয় জাতীয় কংগ্রেস
গুলজারিলাল নন্দা২৭ মে, ১৯৬৪ — ৯ জুন, ১৯৬৪৪ জুলাই, ১৮৯৮ — ১৫ জানুয়ারি, ১৯৯৮ভারতীয় জাতীয় কংগ্রেস
লাল বাহাদুর শাস্ত্রী৯ জুন, ১৯৬৪ — ১১ জানুয়ারি, ১৯৬৬২ অক্টোবর, ১৯০৪ — ১১ জানুয়ারি, ১৯৬৬ভারতীয় জাতীয় কংগ্রেস
গুলজারিলাল নন্দা (দ্বিতীয়বার)১১ জানুয়ারি, ১৯৬৬ — ২৪ জানুয়ারি, ১৯৬৬৪ জুলাই, ১৮৯৮ — ১৫ জানুয়ারি, ১৯৯৮ভারতীয় জাতীয় কংগ্রেস
ইন্দিরা গান্ধী২৪ জানুয়ারি, ১৯৬৬ — ২৪ মার্চ, ১৯৭৭১৯ নভেম্বর, ১৯১৭ — ৩১ অক্টোবর, ১৯৮৪ভারতীয় জাতীয় কংগ্রেস
মোরারজি দেসাই২৪ মার্চ, ১৯৭৭ — ২৮ জুলাই, ১৯৭৯২৯ ফেব্রুয়ারি, ১৮৯৬ — ১০ এপ্রিল, ১৯৯৫জনতা পার্টি
চৌধুরী চরণ সিং২৮ জুলাই, ১৯৭৯ — ১৪ জানুয়ারি, ১৯৮০২৩ ডিসেম্বর, ১৯০২ — ২৯ মে, ১৯৮৭জনতা পার্টি
ইন্দিরা গান্ধী (দ্বিতীয়বার)১৪ জানুয়ারি, ১৯৮০ — ৩১ অক্টোবর, ১৯৮৪ ১৯ নভেম্বর, ১৯১৭ — ৩১ অক্টোবর, ১৯৮৪ভারতীয় জাতীয় কংগ্রেস
রাজীব গান্ধী ৩১ অক্টোবর, ১৯৮৪ — ২ ডিসেম্বর, ১৯৮৯ ২০ আগস্ট, ১৯৪৪ — ২১ মে, ১৯৯১ ভারতীয় জাতীয় কংগ্রেস
বিশ্বনাথ প্রতাপ সিং২ ডিসেম্বর, ১৯৮৯ — ১০ নভেম্বর, ১৯৯০ ২৫ জুন, ১৯৩১ — ২৭ নভেম্বর, ২০০৮ জনতা দল
চন্দ্র শেখর ১০ নভেম্বর, ১৯৯০ — ২১ জুন, ১৯৯১ ২১ জুন, ১৯২৭ — ৮ জুলাই, ২০০৭ সমাজবাদী জনতা পার্টি
পি ভি নরসিমা রাও২১ জুন, ১৯৯১ — ১৬ মে, ১৯৯৬ ২৮ জুন, ১৯২১ — ২৩ ডিসেম্বর, ২০০৪ ভারতীয় জাতীয় কংগ্রেস
অটল বিহারী বাজপেয়ি১৬ মে, ১৯৯৬ — ১ জুন, ১৯৯৬ ২৫ ডিসেম্বর, ১৯২৪ — ১৬ আগস্ট, ২০১৮ভারতীয় জনতা পার্টি
এইচ. ডি. দেব গৌড়া১ জুন, ১৯৯৬ — ২১ এপ্রিল, ১৯৯৭ ১৮ মে, ১৯৩৩ জনতা দল
ইন্দ্র কুমার গুজরাল২১ এপ্রিল, ১৯৯৭ — ১৯ মার্চ, ১৯৯৮ ৪ ডিসেম্বর, ১৯১৯ — ৩০ নভেম্বর, ২০১২ জনতা দল
অটল বিহারী বাজপেয়ি (দ্বিতীয়বার)১৯ মার্চ, ১৯৯৮ — ২২ মে, ২০০৪ ২৫ ডিসেম্বর, ১৯২৪ — ১৬ আগস্ট, ২০১৮ভারতীয় জনতা পার্টি
ডঃ মনমোহন সিংহ২২ মে, ২০০৪ — ২৬ মে, ২০১৪২৬ সেপ্টেম্বর, ১৯৩২ ভারতীয় জাতীয় কংগ্রেস
নরেন্দ্র মোদী২৬ মে, ২০১৪ — বর্তমান ১৭ সেপ্টেম্বর, ১৯৫০ ভারতীয় জনতা পার্টি

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?

ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল নরেন্দ্র মোদী। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর ১৪ তম ব্যক্তি হিসেবে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদের জন্য শপথ গ্রহণ করেন। তিনি হলেন ভারতের ১৮ তম প্রধানমন্ত্রী।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?

স্বাধীনোত্তর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন পন্ডিত জওহরলাল নেহেরু। তিনি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর জন্মদিন ১৪ ই নভেম্বর তারিখটিকে ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়।

ভারতের মহিলা প্রধানমন্ত্রী

শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। ১৯ নভেম্বর, ১৯১৭ সালে তাঁর জন্ম হয়েছিল। তিনি ১৯৬৬ সালের ২৪ শে জানুয়ারি তারিখে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ করেন। দ্বিতীবার তিনি ১৯৮০ সালের ১৪ ই জানুয়ারি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন।

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024

Related Articles