চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি সার্কেলে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের বেশ কিছু জেলার বাসিন্দা যুবকদের জন্য ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হবার দুর্দান্ত সুযোগ রয়েছে। দেশের প্রায় বেশিরভাগ যুবকই দেশকে তার মায়ের মত ভালবাসে এবং তার রক্ষার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিতে এগিয়ে আসতে চায়। এই যুব সম্প্রদায়ের দেশের প্রতি দায়িত্বভার অটুট রাখার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে অগ্নিবীর নিয়োগ শুরু করা হয়েছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে অগ্নিবীণ হিসাবে বিভিন্ন যোগ্যতায় যুবকদের নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পদের, মাসিক বেতনের পরিমাণ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

[quads id=16]

অগ্নিবীর নিয়োগ 2025

পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি সার্কেলের অধীনে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হলো-

  • অগ্নিবীর (জেনারেল ডিউটি)
  • অগ্নিবীর (টেকনিক্যাল)
  • অগ্নিবীর (ক্লার্ক বা স্টোর কিপার)
  • অগ্নিবীর (ট্রেডসম্যান)

কোন কোন জেলার চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। তবে এখানে কেবল যুবকদের নিয়োগ করা হচ্ছে। উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের বাসিন্দারা আবেদন জানাতে পারবেন। অপরদিকে সিকিম রাজ্যের প্যাকীয়ং, গ্যাংটক, মঙ্গন, নামচি, গ্যালসিং, সোরেঙ জেলার যুবকেরা এখানে আবেদনেরযোগ্য।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সরকারি চাকরির খবর একনজরে দেখে নিন 

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা-

১) অগ্নিবীর (জেনারেল ডিউটি)- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বরের সাথে উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি হালকা ওজনের গাড়ি চালানোর দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে।

২) অগ্নিবীর (টেকনিক্যাল)- যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অংক এবং ইংরেজি বিষয় মিলিয়ে অন্ততপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকলে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা না থাকলে চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই অথবা যেকোনো বিভাগের উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই যোগ্যতা থাকলেও এই পদে আবেদন জানাতে পারবেন।

[quads id=16]

৩) অগ্নিবীর (ক্লার্ক বা স্টোর কিপার)- ন্যূনতম সাত শতাংশ নম্বরের সাথে যে কোন বিভাগের অন্তর্গত উচ্চ মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।

৪) অগ্নিবীর (ট্রেডসম্যান)- ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে এই পদে আবেদন জানানো যাবে।

৫) অগ্নিবীর (ট্রেডসম্যান)- এই পদে আবেদন জানানোর জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা লাগবে।

বয়স সীমা- প্রতিটি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে। এক্ষেত্রে বয়সের হিসাব ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।

মাসিক বেতন- এখানে মোট ৪ বছরের জন্য অগ্নিবীর পদে দেশের যুবকদের নিয়োগ করা হচ্ছে। নিয়োগের প্রতিবছরে পৃথক পরিমান মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। এক্ষেত্রে চার বছর মিলিয়ে মোট ১০ লক্ষ ৪ হাজার টাকার সেবা নিধি প্যাকেজ পাবেন নিযুক্ত কর্মীরা। এছাড়াও মাসিক বেতনের সম্পূর্ণ বিবরণ বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে নেবেন।

[quads id=16]

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে পড়বে? ঘোষণা করল পর্ষদ

নিয়োগ পদ্ধতি- নিয়োগ পদ্ধতির দুটি ধাপের মধ্যে প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে শারীরিক দক্ষতা পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।

আবেদন পদ্ধতি- উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক যুবকদের প্রথমে অনলাইন মাধ্যমে www.joinindianarmy.nic.in -অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে অনলাইনে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে ১০/০৪/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে। আবেদন পত্রের সঙ্গে অবশ্যই আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্র গুলি আপলোড করতে হবে।

[quads id=16]

আবেদন মূল্য- ২৫০/- টাকা

Candidates can click on the link provided here / here to download the official notification. To get daily job updates please visit our official website.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ