চাকরির খবর

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে মোটা বেতনের চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন

Share

24 ডিসেম্বর, 2020: ভারতীয় কোস্ট গার্ড বা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এটি বিরাট সুযোগ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। Indian Coast Guard -এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে 19 জানুয়ারি, 2021 সন্ধ্যা 6 টা পর্যন্ত। Indian Coast Guard Recruitment 2021

পদের নাম: নাবিক (জেনারেল ডিউটি), নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) ও Yantrik। উল্লেখ্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ট্রেডে Yantrik নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ: 358 টি।

শূন্যপদের বিন্যাস:
নাবিক (জেনারেল ডিউটি)- মোট শূন্যপদ 260 টি (UR- 114, EWS- 33, OBC- 83, ST- 7, SC- 23)।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)- মোট শূন্যপদ 50 টি (UR- 22, EWS- 6, OBC- 8, ST- 3, SC- 11)।
Yantrik (মেকানিক্যাল)- মোট শূন্যপদ 31 টি (UR- 13, EWS- 3, OBC- 7, ST- 4, SC- 4)।
Yantrik (ইলেকট্রিক্যাল)- মোট শূন্যপদ 7 টি (UR- 4, EWS- 1, OBC- 1, ST- 0, SC- 1)।
Yantrik (ইলেকট্রনিক্স)- মোট শূন্যপদ 10 টি (UR- 7, EWS- 0, OBC- 2, ST- 0, SC- 1)।

বেতন:
নাবিক (জেনারেল ডিউটি)- বেসিক পে 21,700/- টাকা (পে লেভেল 3 অনুযায়ী)। সঙ্গে সমস্ত ভাতা।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)- বেসিক পে 21,700/- টাকা (পে লেভেল 3 অনুযায়ী)। সঙ্গে সমস্ত ভাতা।
Yantrik (মেকানিক্যাল)- বেসিক পে 29,200/- টাকা (পে লেভেল 5 অনুযায়ী)। সঙ্গে সমস্ত ভাতা।

বয়স:
বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:
নাবিক (জেনারেল ডিউটি)- কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন (COBSE) অনুমোদিত যেকোনো বোর্ড থেকে গণিত এবং পদার্থবিদ্যা বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)- কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন (COBSE) অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ।
Yantrik- কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন (COBSE) অনুমোদিত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ। আবেদনকারী যে ট্রেডে আবেদন করবেন (যেমন- মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স) সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE), সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE), দা ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (ICSE) সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা বোর্ড গুলি কাউন্সিল অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন (COBSE) অনুমোদিত। Check COBSE Board List

নিয়োগ পদ্ধতি:
নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা পরীক্ষার মাধ্যমে।

শারীরিক যোগ্যতা:
উচ্চতা- উচ্চতা হতে হবে অন্তত 157 সেমি। আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মনিপুর, ত্রিপুরা, গাড়োয়াল, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে উচ্চতায় 5 সেমি ছাড় দেওয়া হবে। এবং লাক্ষাদ্বীপের বাসিন্দাদের ক্ষেত্রে উচ্চতা 2 সেমি পর্যন্ত ছাড় দেওয়া হবে।
ছাতি- ছাতি পরিমাপ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে ছাতি হতে হবে সুগঠিত। প্রার্থীদের ছাতির মাপ অনুযায়ী 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
ওজন- আবেদনকারীর উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন যথাযথ হতে হবে। তবে ওজন 10% কম বেশি হলেও গ্রহণযোগ্য হবে।
Hearing- Normal
ট্যাটু- শরীরের কোন অংশে ট্যাটু থাকলে গ্রহণযোগ্য হবে না। However, certain concessions are permitted to candidates belonging to tribal areas communities as declared by Govt. of India.

Physical fitness test:
7 মিনিটে 1.6 কিমি দৌড়াতে হবে।
20 স্কোয়াট আপস।
10 পুশ আপ।

আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। INDIAN COAST GUARD -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 5 জানুয়ারি থেকে 19 জানুয়ারি, 2021 তারিখ পর্যন্ত। আবেদন করার সময় যেকোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন-

আবেদন ফি:
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 250/- টাকা। এসসি/ এসটি প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না।

এই পদগুলিতে কেবল পুরুষ প্রার্থীরা আবেদনযোগ্য। এবং আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

Download Official Notification
Visit Official Website

সর্ব শেষ প্রকাশিত

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 17 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

2 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২২

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

17 hours ago

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সংস্থার পক্ষ থেকে বেশ…

21 hours ago

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৪ হাজার টাকা

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজেক্ট ভিত্তিক কর্মী…

24 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 16 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

2 days ago