Indian Territorial Army Recruitment: ভারতবর্ষের বিপুল পরিমাণে যুবক এবার সরাসরি তাদের মেধার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি সেনাবাহিনীতে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। 100 ইন্সেন্টরি ব্যাটেলিয়ান (TA) তে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মূলত হরিয়ানা রাজ্য এবং দিল্লিতে এই নিয়োগটি হবে। এই উদ্দেশ্যে নিয়োগ র্যালির আয়োজন করা হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় যোগ্য চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। নিয়োগ সম্পর্কিত তথ্য বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।
নিয়োগের বিভাগ- টেরিটোরিয়াল আর্মি।
পদের নাম- সেনা।
মোট শূন্য পদ- ৭১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি উচ্চতর যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্যও আবেদনের সুযোগ থাকছে। তবে সব ক্ষেত্রেই চাকরি প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে ৪৫ শতাংশ নম্বরের সঙ্গে উত্তীর্ণ হতে হবে। এবং প্রতিটি বিষয়ে অন্ততপক্ষে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।
চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে
বয়স সীমা- এই নিয়োগটি শুরু হচ্ছে ন্যূনতম ১৮ বছর থেকে এবং সর্বোচ্চ ৪২ বছরের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- ১৫,৫০০ টাকা থেকে ৬৯,৪০০ টাকা
নিয়োগ পদ্ধতি- প্রত্যেকটি আগ্রহী চাকরিপ্রার্থীকে ্যালির সময় ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপরে লিখিত পরীক্ষা ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- ভারতীয় টেরিটোরিয়াল আর্মি নিয়োগের পদ্ধতি আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট territorialarmy.in এ এই নিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
১) আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের নাম রেজিস্টার করতে হবে এবং আবেদনের যাবতীয় যোগ্যতা ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে।
২) যে সমস্ত চাকরি প্রার্থীরা র্যালিতে অংশগ্রহণ করবেন, তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে আবেদন পত্র দেখিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
৩) আবেদনের সময় অবশ্যই প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে আবেদন জানাতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ
চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
র্যালির স্থান- 105 Infantry Battalion (TA) RAJRIF, Delhi
প্রয়োজনীয় নথি-
- বাসস্থানের সার্টিফিকেট,
- চার্টার সার্টিফিকেট,
- জাতিগত সার্টিফিকেট,
- পাসপোর্ট সাইজ রঙিন ছবি (২০টি)
- শিক্ষাগত যোগ্যতার আসল প্রমাণ পত্র,
- প্যান কার্ড ও আধার কার্ডের ছবি,
- বিবাহ সম্পর্কিত সার্টিফিকেট ইত্যাদি।
নিয়োগ সম্পর্কিত আরও তথ্য বিশদে জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.