চাকরির খবর

মে দিবস ২০২২: এই দিনটি কেন পালন করা হয়?

Advertisement

প্রতি বছর মে মাসের প্রথমদিন অর্থাৎ পয়লা মে (1st May) পালিত হয় মে দিবস (May Day). পৃথিবীর সৌজন্যে শ্রমিকদের অবদান এবং কৃতিত্বকে সম্মান জানিয়ে এই দিনটি পালন করা হয়। উক্ত দিনটি শ্রমিক শ্রেণির জন্য উৎসর্গকৃত এবং তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করা হয়। এই দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। International Labour Day

মে দিবস ২০২২

শুধু ভারত নয়, আমেরিকা, ইউরোপ সহ চিন, কিউবা, রাশিয়ার মতো দেশেও এই দিন সমারোহে পালিত হয়। এর প্রধান লক্ষ্য, শ্রমিক শ্রেণির কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, তাদের শোষণের হাত থেকে রক্ষা করা এবং তাদের কল্যাণ ও অগ্ৰগতির পথ প্রশস্ত করা।

কিন্তু কেন শ্রমিক দিবস পালন করা শুরু হয়?

ইতিহাস শুরু হয় মূলত আমেরিকা থেকে। ১৮৮৬ খ্রিস্টাব্দের পয়লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে, দৈনিক আটঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। বহুজন হতাহত হয়। হে মার্কেট হত্যাকান্ডে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে রাখতে পালিত হয় মে দিবস।

১৮৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস সভা। সেখানে ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। ১৮৯১ খ্রিস্টাব্দে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। তারপর থেকে সারা বিশ্বে শ্রমিক শ্রেণীর সৌজন্যে এই দিবস পালন করা শুরু হয়।

আরও পড়ুনঃ জেলা আদালতে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

ভারতে মে দিবসের ইতিহাস

ভারতে প্রথমবারের জন্য মে দিবস পালিত হয়েছিল ১ মে, ১৯২৩ সালে। তৎকালীন মাদ্রাজে প্রেসিডেন্সি অন্তর্গত মাদ্রাজ শহরে হিন্দুস্তান লেবার কিষান পার্টি’র আয়োজনে মে দিবস পালন করা শুরু হয়। মহারাষ্ট্রে দিনটি মহারাষ্ট্র দিবস এবং গুজরাটে গুজরাট দিবস নামেও পরিচিত।
দিনটিতে ভারত সহ বহু দেশে জাতীয় ছুটি ঘোষণা করা হয়। কুচকাওয়াজ, পতাকা উত্তোলন করে বহু দেশে সমারোহে পালন করা হয়ে থাকে মে দিবস বা শ্রমিক দিবস।

আরও পড়ুনঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিয়ন পদে চাকরির সুযোগ

Related Articles