উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রশিক্ষণ, পাবেন মাসিক স্টাইপেন্ড

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হচ্ছে সরকারী নিয়ম অনুযায়ী বিভিন্ন বিভাগে Apprentices নিয়োগ করতে চলেছে এই সংস্থা। যেকোনো ভারতীয় নাগরিক…

Published By: Exam Bangla | Published On:

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হচ্ছে সরকারী নিয়ম অনুযায়ী বিভিন্ন বিভাগে Apprentices নিয়োগ করতে চলেছে এই সংস্থা। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment Nos.- Guwahati- GR/P/APP/2023-24; Barauni- BR/HR/APPR/2023-24; Gujarat- JR/01/2022; Haldia-HR/RECTT/01/2023(APP); Mathura- MR/HR/APP/2023; Panipat Refinery & Petrochemical Complex (PRPC)- PR/P/Apprentice/56(2023-24); Digboi- DR/TA2023; Bongaigaon – BGR/Appr/2023/01; Paradip- PDR/HR/01/Apprentices-23

মোট শূন্যপদ- ১৭২০ টি।

পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা-

পদের নামমোট শূন্যপদশিক্ষাগত যোগ্যতা
Trade Apprentice – Attendant Operator৪২১ টি B.Sc. (Physics, Mathematics, Chemistry, Industrial Chemistry)
Trade Apprentice (Fitter)১৮৯ টিMatriculation with ITI (Fitter Trade)
Trade Apprentice Boiler (Mechanical)৫৯ টি B.Sc. (Physics, Mathematics, Chemistry, Industrial Chemistry)
Technician Apprentice (Chemical)৩৪৫ টিDiploma (Chemical Engg./ Refinery & Petro-Chemical Engg.)
Technician Apprentice (Mechanical)১৬৯ টিDiploma (Mechanical Engg)
Technician Apprentice (Electrical)২৪৪ টিDiploma (Electrical Engg.)
Technician Apprentice (Instrumentation)৯৩ টিDiploma (Instrumentation/ Instrumentation & Electronics/ Instrumentation & Control Engg.)
Trade Apprentice (Secretarial Assistant)৭৯ টিB.A/ B.Sc/ B.Com
Trade Apprentice (Accountant)৩৯ টিB.Com
Trade Apprentice (Data Entry Operator)৪৯ টি12th Pass
Trade Apprentice (Data Entry Operator)৩৩ টি12th Pass with Skill Certificate holder in Domestic Data Entry Operator

উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রশিক্ষণ

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সংস্থায় ৬৭৭ শূন্যপদে কর্মী নিয়োগ

মাসিক স্টাইপেন্ড- শিক্ষানবিশদের মাসিক স্টাইপেন্ড শিক্ষানবিশ আইন ১৯৬১, ১৯৭৩, শিক্ষানবিশ বিধিমালা ১৯৯২ (সংশোধিত) এবং কর্পোরেশনের নির্দেশিকা অনুসারে নির্ধারিত হবে।

বয়সসীমা- সাধারণ এবং EWS প্রার্থীদের বয়স ৩১ অক্টোবর ২০২৩ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৪ বছর হতে হবে। SC, ST, OBC এবং PwBD প্রার্থীদের সরকারি নির্দেশিকা অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com ভিজিট করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী What’s New → Engagement of Apprentices under Refineries Division → Detailed advertisement → Click here to Apply Online অপশানে ক্লিক করে সঠিক তথ্য পূরণ করে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ- ২০ নভেম্বর, ২০২৩।

উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রশিক্ষণ

উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রশিক্ষণ

Official Notification: Download Now
Official Website: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career