চাকরির খবর

রাজ্যে IRCTC -তে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৩০ হাজার টাকা

Advertisement

রাজ্যে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC )-এর মাধ্যমে ট্যুরিজম মনিটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 2023/IRCTC/HRD/EZ/Rectt.-I/Tourism Monitors
পদের নাম- Tourism Monitors
মোট শূন্যপদ- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যুরিজম তিন বছরের ব্যাচেলার ডিগ্ৰী অথবা তিন বছরের ব্যাচেলার ডিগ্ৰী সহ এক বছরের ট্রাভেল এন্ড ট্যুরিজমে ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে বেতন ৩০,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- Hotel Polo Floater 9, Jetty, 10 Strand Road, B.B.D. Bagh, Kolkata- 700001
ইন্টারভিউ তারিখ- ৫ এপ্রিল ও ৬ এপ্রিল, ২০২৩
নিয়োগ স্থান- Guwahati, Bihar, Kolkata

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles