রাজ্যের সমবায় ব্যাংকে গ্রূপ- ডি কর্মী নিয়োগ, Jalpaiguri Central Co-operative Bank Recruitment 2021 @jalpaiguriccb.com

Published By: ExamBangla.com | Published On:
Share:

চাকরির খবর: রাজ্যের সমবায় ব্যাংকে গ্রুপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক পদগুলিতে আবেদনযোগ্য। নিয়োগ করা হবে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে। বিজ্ঞপ্তি নং -01/2021. Jalpaiguri Central Co-operative Bank Recruitment 2021

রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

সাব- স্টাফ (Group- D)
শূন্য পদের সংখ্যা: 12 টি (UR- 05, UR EC- 01, SC- 03, OBC A- 01, OBC B- 02)
শিক্ষাগত যোগ্যতা: অন্তত অষ্টম শ্রেণী পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য। যেকোন ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।


বেতন: প্রতি মাসে বেতন 18,689/- টাকা।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। www.jalpaiguriccb.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী 3 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।


আবেদন ফি: জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 250/- টাকা। SC/ UR EC শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে 200/- টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে IDBI ব্যাংকের চালানের মাধ্যমে। IDBI Bank Ltd, Jalpaiguri Branch, A/c No. 1139102000000693, IFS CodeIBKL0001139.

নিয়োগ পদ্ধতি: নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরে (MCQ Type), প্রশ্ন হবে অষ্টম শ্রেণি মানের। লিখিত পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন থাকবে সেগুলি হল-
1. জেনারেল ইংলিশ।
2. গণিত।
3. জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস।

ব্যাংক চালান ডাউনলোড করুন- Click here
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন- Click here


অনলাইনে আবেদন করুন- Click here
Visit Official Website- Click here

আরও পড়ুন

রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, ২২ হাজার শূন্যপদে নিয়োগের ফর্ম ফিলাপ শুরু আজ স্টেট ব্যাংকে ২০৫০ সার্কেল অফিসার নিয়োগ, আজই অনলাইন আবেদন করুন কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন ১৮ হাজার টাকা রাজ্যের ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১২ হাজার টাকা কলকাতায় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৮ হাজার টাকা