চাকরির খবর

গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ সেপ্টেম্বর

Share

রাজ্যে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় নিয়োগ করা হবে,বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৬১ টি।
শূন্যপদের বিন্যাস- সদর- ১১ টি, বানারহাট- ৭ টি, রায়গঞ্জ- ২০ টি, ময়নাগুড়ি- ১৪ টি, ধুপগুড়ি- ৯ টি।
বয়স- ০৫/০৯/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে। তপশিলি জাতি (SC)/ তপশিলি উপজাত (ST) প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ সেপ্টেম্বর মাসের সমস্ত চাকরির খবর

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে তার উপরে ৫ টাকার ডাকটিকিট যোগ করে নির্দিষ্ট স্থানে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। খামের উপর বড় হাতে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF__________( কোন পদের জন্য আবেদন করছেন)।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- সংশ্লিষ্ট বিডিও অফিসে।
আবেদনের শেষ তারিখ- ২৩ সেপ্টেম্বর ২০২২, বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। ছুটির দিন বাদে বাকি সমস্ত দিনে প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে রেশন কার্ড অথবা ভোটার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
৬) বিবাহিতদের ক্ষেত্রে মেরেজ সার্টিফিকেট।
৭) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।
৮) বিবাহ বিচ্ছিনাদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট।

নিয়োগের স্থান- জলপাইগুড়ি জেলার বিভিন্ন উন্নয়ন ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
সদর ব্লক (গ্রাম পঞ্চায়েত)- পাহাড়পুর, নাগের বেরু বাড়ি, বেলাকোবা, মন্ডলঘাট, বোয়ালমারী নন্দনপুর, খাদিজা বেরুবারি- ১, বাহাদুর, বেরোপাটিয়া, পটকাটা, খারিয়া।
বানারহাট ব্লক (গ্রাম পঞ্চায়েত)- শাকোয়াজোড়া- ১, বানারহাট- ১, চামুরচি, শালবাড়ি- ২, বানারহাট- ২।
রায়গঞ্জ ব্লক (গ্রাম পঞ্চায়েত)- দেবগ্রাম- ১, দেবগ্রাম- ২, ফুলবাড়- ১, মনতাদাড়ি, শিকরপুর, কুকুরজান, স্বর্ণাশিখোটা।
ময়নাগুড়ি ব্লক (গ্রাম পঞ্চায়েত)- সপ্তিবাড়ি- ১, আমগুড়ি, মাধবডাঙ্গা- ১, ডোমোহানি- ২, পদোমাটি- ১, পদমাটি- ২, দমোহানি- ১, বার্নিশ, রমসাই।
ধুপগুড়ি ব্লক (গ্রাম পঞ্চায়েত)- ঝড়লটাগ্রাম- ১, মাগুরমারী- ১, গাডং,মাগুরমারী- ২, বারঘরিয়া, সাকাওঝরা- ২

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৬

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

6 hours ago

তীব্র গরমের মধ্যেই আগামীকাল রাজ্যের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! শেষ মুহূর্তের আপডেট দেখে নিন

তীব্র গরমের দাবদাহের মধ্য দিয়ে দিন কাটছে পশ্চিমবঙ্গবাসীর। সকাল থেকে গরমের প্রকোপ অসহ্যরকম। ইতিমধ্যেই এবছরের…

8 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মোবাইলের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি তারিখে। প্রায় দীর্ঘ ২ মাস…

10 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 27 এপ্রিল 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

13 hours ago

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৬

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

1 day ago

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024 | ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?

ভারতের প্রধানমন্ত্রী তালিকা 2024: এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র হল ভারত। গণতান্ত্রিক ভাবে সাধারণ…

1 day ago