চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

জলপাইগুড়ি জেলায় সরকারি হোস্টেলে গ্রুপ- ডি নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খুশির খবর! সম্প্রতি জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকে উপস্থিত মেটেলী হাই স্কুলে একটি আশ্রম হোস্টেল তৈরি হয়েছে। এই নবনির্মিত হোস্টেলে মোট তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। কোন রকম লিখিত পরীক্ষার ছাড়াই চাকরিপ্রার্থীরা এই চাকরির সুযোগ পেয়ে যাবেন। তাই অবশ্যই শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়ে নিন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদের নাম, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদের সংখ্যা, বেতন পরিসীমা ও অন্যান্য যাবতীয় বিবরণ সম্পর্কে আলোচনা রইল এই প্রতিবেদনেই। তাই চাকরি প্রার্থীরা আবেদন গ্রহণ বন্ধ হওয়ার আগেই যত শীঘ্রই সম্ভব প্রতিবেদনটি পড়ে সমস্ত তথ্য জেনে নিয়ে আবেদন করে ফেলুন।

যেসব পদে নিয়োগ করা হবে- ওয়ার্ডেন, নাইট গার্ড, এবং সুইপার।

প্রতিটি পদে একটি করে শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে ওয়ার্ডেন এবং নাইট গার্ড পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। অপরদিকে সুইপার পদের জন্য মহিলা এবং পুরুষ উভয়েরই আবেদন গ্রহণযোগ্য।

[quads id=10]

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার উল্লেখ রয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। ওয়ার্ডেন পদের আবেদনকারীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। অপরদিকে নাইট গার্ড এবং সুইপার পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েশন পাশে গ্রুপ- সি কর্মী নিয়োগ চলছে 

আবেদনকারীর বয়সসীমা-

  • ওয়ার্ডেন : ন্যূনতম ৩০ বছর থেকে ৫০ বছর
  • নাইট গার্ড : ন্যূনতম ১৮ বছর
  • সুইপার : ন্যূনতম ১৮ বছর

সকল পদের জন্য চাকরি প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হবে ০১/০১/২০২৫ তারিখ অনুসারে।

মাসিক বেতন কাঠামো: 

  • ওয়ার্ডেন : মাসিক ৫০০০ টাকা।
  • নাইট গার্ড : মাসিক ৩০০০ টাকা।
  • সুইপার : মাসিক ১৫০০ টাকা।

প্রয়োজনীয় নথিপত্র- 

১) ঠিকানার প্রমাণপত্র,
২) আবেদনকারীর পরিচয় পত্র,
৩) আধার কার্ড,
৪) ভোটার কার্ড,
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
৬) আবেদনকারীর সক্রিয় মোবাইল নম্বর,
৭) পাসপোর্ট সাইজ ছবি,
৮) পূর্ব অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন পদ্ধতি- উপরে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য মাটিয়ালী ডেভেলপমেন্ট ব্লক অফিসারকে উদ্দেশ্য করে একটি আবেদন পত্র জমা করতে হবে। এর পাশাপাশি মুখ বন্ধ খামে করে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি একত্রিত করে যেকোনো অফিসের দিনে মাটিয়ালী ব্লক উন্নয়ন অফিসে রাখা বাক্সে জমা করে দিয়ে আসতে হবে।

কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। আবেদন চলবে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ প্রোগ্রাম, প্রতিমাসে ১০ হাজার টাকা পাবে পড়ুয়ারা

[quads id=10]

গুরুত্বপূর্ণ তথ্য : মেটেলী হাই স্কুল (উ. মা.) হোস্টেলে এই কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্যই চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এক্ষেত্রে একজন ব্যক্তি একটি মাত্র পদের জন্য আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।

Official Notice: Download
Official Website: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ