এক নজরে
JEE Advance Result 2025: প্রকাশিত হয়েছে আইআইটি -তে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল। স্কোরকার্ড ডাউনলোড করা কিংবা ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল এখনই দেখে নিতে পারেন। JEE এডভান্স -এর ফলাফল প্রকাশিত হতেই বাংলার মুকুটে জুড়লো আরো একটা পালক। গত ১৮ই মে আইআইটি কানপুর এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই পরীক্ষার। দেশের ২২২টি শহরসহ কাঠমান্ডু এবং দুবাইতে আয়োজিত হয়েছিল JEE এডভান্স পরীক্ষা। এই পরীক্ষায় মহিলাদের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছে বাংলার দেবদত্তা মাঝি। মোট ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২।
JEE Advance Result 2025
আজ ২রা জুন, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে আইআইটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় JEE অ্যাডভান্স পরীক্ষার ফলাফল (JEE Advance Result 2025)। এই বছর মোট ১ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিলেন এই পরীক্ষার জন্য। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১,৮০,৪২২ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। মোট দুটি পেপারে ১৮০ করে মোট ৩৬০ নম্বরে পরীক্ষাটি নেওয়া হয়েছিল।
JEE ADVANCE 2025 কাট অফ
এই বছর JEE ADVANCE পরীক্ষার কাট অফ বেশ কিছুটা কমানো হয়েছে। সাধারণ তালিকার জন্য ৭৬ নম্বর, জেনারেল EWS ও OBC-এনসিএল তালিকার জন্য ৬৬ নম্বর, এসসি, এসটি এবং পিডব্লিউডি তালিকাভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য ৩৭ নম্বর কাট অফ নির্ধারণ করা হয়েছে। গতবছরের তুলনায় এই বছরে সামগ্রিক কাট অফ বেশ কিছুটা কম হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ
ফলাফল ও মেধা তালিকা
২০২৩ সালের মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্স এ দুর্দান্ত ফলাফলের পর এবার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এডভান্সেও বাংলার মুখ উজ্জ্বল করলেন দেবদত্তা মাঝি। সর্বভারতীয় এই পরীক্ষার মহিলাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। এর পাশাপাশি সর্বভারতীয় মেধাতালিকায় তার নাম রয়েছে ১৬ নম্বরে। মোট ৩৬০ নম্বরের মধ্যে দেবদত্তা মাঝির প্রাপ্ত নম্বর ৩১২। এর পাশাপাশি তিনি আইআইটি খড়গপুর জোনের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছেন।
প্রতিদিন আপডেট পেতে আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন 👇👇
কমন সর্বভারতীয় মেধা তালিকা অনুসারে রয়েছেন আইআইটি দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত। মোট ৩৬০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৩৩২। জয়েন্ট এন্ট্রান্স মেন্স এক্সামিনেশন এ রঞ্জিত গুপ্তর প্রাপ্ত স্থান ছিল ১৬ নম্বর। এই বছর দিল্লি জোন থেকে মোট ১১,৩৭০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে প্রথম ১০ এই রয়েছেন ৪ জন।
মোট উত্তীর্ণ ৫৪,৩৭৮ জন ছাত্র ছাত্রীর মধ্যে এই বছরের উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৪৪,৯৭৪ জন এবং উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা ৯,৪০৪। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্যের আইআইটি খড়গপুর জোন থেকে এই বছরের JEE অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৫,৩৫৩ পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে নবান্ন স্কলারশিপে আবেদন শুরু, বার্ষিক ১০,০০০ টাকা দেবে সরকার!
অনলাইনে কীভাবে ফলাফল দেখবেন?
অনলাইনে JEE এডভান্স পরীক্ষার ফলাফল দেখার জন্য jeeadv.ac.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ২০২৫ সালের JEE এডভান্স পরীক্ষার ফলাফলের লিংকটি খুলে রোল নম্বর, তারিখ/ মাস / বছরের ফর্ম্যাটে জন্ম তারিখ এবং প্রয়োজনীয় শূন্যস্থান গুলি পূরণ করে নিতে হবে। সবশেষে ফোন নাম্বার লিখে সাবমিট করলেই পরীক্ষার্থীরা নেতাদের ফলাফল দেখে নিতে পারবেন। পাশাপাশি ডাউনলোড অপশনে গিয়ে স্কোর কার্ড ডাউনলোডও করা যাবে।