JEE Main 2023: জয়েন্টের রেজিস্ট্রেশন ফর্মে ভুল হয়েছে? ঠিক করবেন কিভাবে? জানুন বিস্তারিত

JEE Main 2023

JEE Main 2023: শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেন (জেইই মেন) সেশন ১ পরীক্ষার অ্যাপ্লিকেশনের সংশোধন প্রক্রিয়া। পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় কোনও প্রার্থী যদি ভুল করে থাকেন তবে তা সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। প্রার্থীরা আগামী ১৪ই জানুয়ারি রাত ১১:৫০ এর মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in)-এ গিয়ে ভুল সংশোধন করতে পারবেন।

আবেদনপত্রের ভুল সংশোধন করবেন কিভাবে?

১) জেইই মেন পরীক্ষার অ্যাপ্লিকেশনের ভুল সংশোধন করতে পরীক্ষার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোম পেজে অ্যাপ্লিকেশন সংশোধনের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে।
৪) এরপর আবেদনপত্রের ভুলগুলি সঠিকভাবে পরিবর্তন করতে হবে পরীক্ষার্থীদের।
৫) এরপর ফি প্রদান করতে হবে।
৬) সবশেষে ফর্মটির একটি প্রিন্ট আউট করে রাখতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ কলকাতা বন্দরে কর্মী নিয়োগ

join Telegram

এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি দুটি সেশনে নেওয়া হবে। প্রথম সেশনটি অনুষ্ঠিত হবে আগামী
২৪ থেকে ৩১শে জানুয়ারির মধ্যে। আর দ্বিতীয় সেশনটি অনুষ্ঠিত হবে আগামী ৬ই এপ্রিল থেকে ১২ই এপ্রিলের মধ্যে। দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশন শুরু হবে শীঘ্রই। তবে প্রথম সেশনের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল আগে। এবার অ্যাপ্লিকেশনের ভুল থাকলে তা শোধরানোর সুযোগ পাবেন প্রার্থীরা। আগামী ১৪ই জানুয়ারি রাত ১১:৫০ পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পরে কোনোও প্রার্থীর সংশোধন গ্রহণ করবে না এনটিএ। এছাড়া যে সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত ফি দেওয়ার প্রয়োজন হবে তা দিতে হবে পরীক্ষার্থীদের।

FB Join