শিক্ষার খবর

JEE Main 2023: গুরুত্বপূর্ণ খবর শিক্ষার্থীদের জন্য! জয়েন্টে দ্বাদশের ৭৫ শতাংশের কম নম্বরেও ভর্তি!

Advertisement

সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স মেন (জেইই মেন) এবং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (জেইই অ্যাডভান্সড) এর ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ৭৫ শতাংশ নম্বরের মানদণ্ড ফিরিয়ে আনা হয়েছিল। তবে এবার শিক্ষা মন্ত্রকের তরফে এই নিয়ম শিথিল করা হলো। জানানো হয়েছে, এবার থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৭৫ শতাংশের কম নম্বর পেলেও জয়েন্টে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা।

বিগত বছরগুলির কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার ফের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করা হচ্ছে। অতএব কোভিড পরিস্থিতি থাকায় বিগত বছরগুলিতে নিয়মের মানদণ্ডে পরিবর্তন আনা হলেও এবার ফের জয়েন্টে ভর্তিতে যোগ্যতার মানদন্ড হিসেবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ন্যুনতম ৭৫ শতাংশ নম্বরের প্রাপ্যতাকে আবশ্যিক করে বোর্ড।

চাকরির খবরঃ রাজ্যে স্টোর কিপার পদে কর্মী নিয়োগ

FB Join

অর্থাৎ বোর্ড জানায়, জয়েন্টে ভর্তির জন্য কেবল দ্বাদশ শ্রেণীতে পাশ করলেই হবেনা বরং ন্যুনতম ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। যদিও, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে নম্বরে কিছুটা ছাড় দেয় বোর্ড। এদিকে বোর্ডের এই নিয়মের মানদণ্ডে পরিবর্তন আনতে ছাত্রছাত্রীদের তরফে অনুরোধ জানানো হয়েছিল।

চাকরির খবরঃ রাজ্যের স্কুল হোস্টেলে ‘কুক’ নিয়োগ

তবে অবশেষে ছাত্রছাত্রীদের অনুরোধ মেনে নিয়ে যোগ্যতার মানদন্ড শিথিল করলো শিক্ষা মন্ত্রক। এবার থেকে যোগ্যতার মাপকাঠিতে বেশ কিছুটা ছাড় মঞ্জুর করা হবে। জেইই মেন পরীক্ষার রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ১২ই জানুয়ারি। প্রসঙ্গত, জেইই মেন পরীক্ষার সাথে জেইই অ্যাডভান্সড এও মানদন্ড শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে।

Related Articles