JEE Mains 2023: শুরু হলো জয়েন্ট এন্ট্রান্স মেন জানুয়ারি সেশনের পরীক্ষা! জেনে নিন বিস্তারিত!

JEE Mains 2023: শুরু হলো জয়েন্ট এন্ট্রান্স মেন (জেইই মেন) সেশন ১ পরীক্ষা। ২৪শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার আয়োজনে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সারা দেশের ২৯০টি শহরে ও ভারতের বাইরে ২৫টি পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হবে পরীক্ষার। সংশ্লিষ্ট পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক মাল্টিপল চয়েসের ওপর। প্রায় ১৩টি ভাষায় পরিচালিত হবে পরীক্ষাটি।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। আইআইটি সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা হিসেবে বিবেচিত হয় এই পরীক্ষাটি। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) এর আগে একটি পরীক্ষাসূচি প্রকাশ করলেও পরবর্তীতে পরীক্ষার নির্ঘণ্ট পরিবর্তন করে।

চাকরির খবরঃ রাজ্যে জুট বোর্ডে কর্মী নিয়োগ

join Telegram

জানা যায়, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪, ২৫, ২৯, ৩০, ৩১শে জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি নাগাদ। পরীক্ষাটি নেওয়া হবে দুটি শিফটে। সূত্রের খবর, এবারের জেইই মেন পরীক্ষার রেজিস্ট্রেশন সবচেয়ে বেশি হয়েছে মহারাষ্ট্রে। এছাড়া তেলেঙ্গানা ও রাজস্থান থেকে আবেদনরত প্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

চাকরির খবরঃ NLC India -তে বিনামূল্যে প্রশিক্ষণ

সূত্রের খবর, এবছরের জেইই মেন ২০২৩ জানুয়ারি সেশনের জন্য মোট ৮.৬ লক্ষ প্রার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে এবছর মহিলা প্রার্থীদের সংখ্যা যথেষ্টই বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে প্রকাশ পাওয়া পরীক্ষার ‘এক্সাম সিটি স্লিপ’ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের শহর, সময় সহ একাধিক তথ্য প্রকাশ করা হয়েছিল। এরপর পরীক্ষার্থীদের ‘অ্যাডমিট কার্ড’ প্রকাশ করে সংস্থা। সেক্ষেত্রে জানানো হয়েছিল, পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ডটি বহন করে নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের।

FB Join