রাজ্যে আপদা মিত্র প্রকল্পে ট্রেনিং করিয়ে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সপ্তম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন নিম্নে আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, নিয়োগের স্থান সম্পর্কে বিশদে আলোচনা করা হলো।
পদের নাম- আপদা মিত্র (ভলেন্টিয়ার)।
বয়স- এই পদের জন্য প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে প্রার্থীদের আবেদন করতে গেলে সপ্তম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের শারীরিক এবং মানসিক দিক থেকে যথেষ্ট সবল হতে হবে, (এজন্য প্রার্থীদের চিকিৎসক প্রদত্ত সার্টিফিকেট আবশ্যিক)।
চাকরির খবরঃ রাজ্যের সরকারি হাসপাতালে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- প্রার্থীদের ক্ষেত্রে অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে দেওয়া আবেদন পত্রটি নির্ভুলভাবে করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে, একটি মুখবন্ধ খামে ভোরে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় হতে লিখতে হবে Application For The Post of ________ (পদের নাম)। প্রার্থীকে অবশই নিজের হতে কালো বা নীল পেনে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেবার ঠিকানা- জেলাশাসক ও নিয়ন্ত্রণ অসামরিক প্রতিরক্ষা দপ্তর,ঝাড়গ্রাম। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
১) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
২) মেডিকেল সার্টিফিকেট।
৩) স্কাউট প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট। (যেমন এনসিসি এনএসএস এন ওয়াই কে এস।)
৪) যে জেলা বা এলাকার বাসিন্দা সেখানকার শংসাপত্র।
নিয়োগের স্থান- প্রার্থীদের ঝাড়গ্রাম জেলায় ভলেন্টার্স হিসেবে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদনপত্র জমা দেবার তারিখ- ১৭ জুন ২০২২ থেকে ০৮ জুলাই ২০২২ তারিখ মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের নির্ভুল নথিপত্র যাচাই করে। নির্দিষ্ট পদ্ধতিতে 12 দিনের প্রশিক্ষণ করিয়ে তাদের নিয়োগ করা হবে।
Official Notice: Download
Official Website: Click Here
Daily Job Update: Click Here








