এক নজরে
JM Sethia Merit Scholarship: পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য আবারো একটি নতুন স্কলারশিপ শুরু হল। এই রাজ্যে তেমন একাধিক সরকারি স্কলারশিপ এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারেন, তেমনই একাধিক বেসরকারি স্কলারশিপের সহায়তায়ও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে ওঠে। সম্প্রতি একটি চ্যারিটেবল ট্রাস্ট এর তরফে রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ প্রকল্প নিয়ে আসা হয়েছে। দুর্দান্ত স্কলারশিপটি হল- JM Sethia Merit Scholarship। যোগ্য ছাত্রছাত্রীরা বার্ষিক ১২,০০০ টাকার স্কলারশিপ এর সুযোগ পাবেন। আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা রইলো আজকের প্রতিবেদনে।
JM Sethia Merit Scholarship 2025
JM Sethia চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যের আর্থিকভাবে প্রতিকূল অবস্থায় থাকা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রকল্প শুরু করা হয়েছে। রাজ্যের সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে তাদের পেশাগত জীবন শুরু করার জন্য যথাযথ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, তার জন্যই এই স্কলারশিপের মাধ্যমে যোগ্য ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ১২ হাজার টাকার স্কলারশিপ।
আবেদনের যোগ্যতা
১) JM Sethia Merit Scholarship এ আবেদনের জন্য ইচ্ছুক ছাত্র বা ছাত্রীকে পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
২) ছাত্র-ছাত্রী যদি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন, তাহলে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর এবং পেশাদার কোর্সের পড়ুয়া হলে অন্যতম ৫০ শতাংশ নম্বরের সাথে উত্তীর্ণ হতে হবে।
৩) ছাত্র ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ১,২০,০০০ টাকার মধ্যে হতে হবে।
৪) ২০২৫ সালে প্রথম চেষ্টাতেই উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা কেবলমাত্র এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন।
৫) ইতিমধ্যেই ফুলটাইম রেগুলার কোর্স, ডিসটেন্স কিংবা পার্ট টাইম পড়াশোনায় ভর্তি হয়েছেন, এমন ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের আবেদন জানানোর সুযোগ রয়েছে।
৬) ন্যূনতম নবম শ্রেণী থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর বা পেশাদারী কোর্সে পড়াশোনা করছেন বা ভর্তি হয়েছেন, এমন ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারেন।
Biswabina Scholarship 2025- Apply Now
আবেদন পদ্ধতি
JM Sethia Merit Scholarship এ অনলাইন অথবা অফলাইন উভয়ের মাধ্যমেই আবেদনের সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের কাছে।
- অনলাইনে আবেদন- অনলাইনে আবেদনের জন্য স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করতে হবে এবং তারপরে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে দিতে হবে। এরপর আবেদন পত্রটি ভালোভাবে মিলিয়ে নিয়ে জমা করে দিতে হবে।
- অফলাইনে আবেদন- অফলাইনে এই স্কলারশিপ এ আবেদনের জন্য প্রথমেই আবেদন পত্রটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর হাতে কলমে সঠিক তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলি জেরক্স করে তাতে সই করে একটি মুখবন্ধ খামে ভরে নিতে হবে। সব হয়ে গেলে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আবেদনপত্রটি জমা করে দিতে পারবেন ছাত্রছাত্রীরা।
স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇
গুরুত্বপূর্ণ তথ্য: যোগ্য ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক ১২০০০ টাকার বৃত্তি পেয়ে থাকেন। ইচ্ছুক যে সমস্ত ছাত্র-ছাত্রী রয়েছেন, তারা রাজ্যের এই স্কলারশিপে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তাই ইচ্ছুক ছাত্রছাত্রীরা একেবারেই এই সুযোগ হাতছাড়া না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।