জয়েন্ট এন্ট্রান্স ছাড়াই ভর্তি হওয়া যাবে ইঞ্জিনিয়ারিং কোর্সে! জানিয়ে দিল উচ্চ শিক্ষা দফতর
ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে গেলে বাধ্যতামূলক নয় জয়েন্ট এন্ট্রাস। স্পষ্ট জানিয়ে দিল শিক্ষা দপ্তর। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।
রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য এবার খুশির খবর দিল উচ্চ শিক্ষা দফতর। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়েই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে আর বাধ্যতামূলক থাকছে না জয়েন্ট এন্ট্রান্স। দ্বাদশ শ্রেণী পাশ করেই এবার ভর্তি হওয়া যাবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে। সম্প্রতি এ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। স্বাভাবিকভাবেই এ সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের বিপুল সংখ্যক পড়ুয়ারা।
রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হল জয়েন্ট এন্ট্রান্স। কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ গুলিতে পড়ে থাকা বিপুল শূন্যপদের হিসেব দেখে ভিন্ন পথে হাঁটল উচ্চ শিক্ষা দফতর। বছর কয়েক আগে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (NCTE) জয়েন্টের র্যাঙ্ক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক রাখেনি। আর এবার সে পথে হাঁটল রাজ্য। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা পড়ুয়ারা এবার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ গুলিতে ভর্তি হতে পারবেন।
আরও পড়ুনঃ পুলিশের নিয়োগে বড়সড় বদল আনছে রাজ্য
চলতি বছরে রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হয়েছে মাস কয়েক আগেই। তবে কাউন্সেলিংয়ের শেষ পর্বে এসেও দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে অধিকাংশ আসন ফাঁকা। এই শূন্যপদ পূরণে এবার দ্বাদশ শ্রেণী পাশ সায়েন্স পড়ুয়াদের ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ম জারি থাকবে কেবল বেসরকারি কলেজগুলির ক্ষেত্রে। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য জয়েন্টের র্যাঙ্কিং থাকতে হবে।