সাংবাদিকতা কোর্স করতে চান? সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়

SSC CHSL Admit Card

সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কোর্সটির নাম ‘সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম’ (Certificate in Journalism). কোর্সটির মেয়াদ ছয় মাস। এই কোর্সে সাংবাদিকতার বিষয়ে পাঠ দেওয়া হবে পড়ুয়াদের। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

Journalism Course Admission in Kalyani University

কোর্সে ভর্তির আবেদন জানাবেন কিভাবে?

১) ‘সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম’ কোর্সে আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে (https://klyuniv.ac.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজ থেকে কোর্সের বিজ্ঞপ্তিটিতে যেতে হবে।
৩) এবার সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
৪) এরপর আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডি তে মেল করতে হবে।

join Telegram

কোর্সে ভর্তির আবেদনপত্র জমা করতে হবে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে। যেকোনোও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা এই কোর্স আবেদন জানাতে পারবেন। কোর্সে ভর্তির রেজিস্ট্রেশন মূল্য ১৫০০ টাকা ধার্য করা হয়েছে। সাংবাদিকতার কোর্সটির জন্য মোট শূন্যপদ রয়েছে ৯৫ টি। কোর্সটির অধিকাংশ ক্লাস অনলাইন মাধ্যমেই নেওয়া হবে। কিছু ক্লাস অফলাইনে নেওয়া হতে পারে। কোর্সের পরীক্ষা হবে অফলাইনে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে নজর রাখবেন প্রার্থীরা।

Application form: Download Now