জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, June Month Current Affairs in Bangla pdf

June Month Current Affairs: World Milk Day কবে পালিত হয়? Ans- ১ জুন। এবছরের থিম- "20th anniversary of world milk day". তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল? Ans- ২০১৪ সালের ২…

Published By: ExamBangla.com | Published On:

June Month Current Affairs:

  • World Milk Day কবে পালিত হয়? Ans- ১ জুন। এবছরের থিম- “20th anniversary of world milk day”.
  • তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল? Ans- ২০১৪ সালের ২ জুন।
  • আন্তর্জাতিক যৌন কর্মী দিবস কবে পালিত হয়? Ans- ২ জুন।
  • বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? Ans- ৫ জুন। এবছরের থিম- “Celebrating Biodiversity”.

“বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস” কবে পালিত হয়? Ans- ৭ জুন। এবছরের থিম- “Food Safety, Everyone’s Business”.

কবে “World Ocean Day” পালিত হয়? Ans- ৮ জুন।এবছরের থিম- “Innovation for Sustainable Ocean”.

কোন রাজ্য ১৮ জুন ২০২০ দিনটিকে “Mask Day” হিসেবে পালন করলো? Ans- কর্ণাটক।  মাস্ক ব্যবহারের সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়েছে।

বিশ্ব শরণার্থী দিবস বা World Refugee Day কবে পালিত হয়? Ans- ২০ জুন।এবছরের থিম- “Every Action Counts”.

আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? Ans- ২১ জুন। এবছরের থিম- Yoga for Health, Yoga at Home.

World Music Day কবে পালিত হয়? Ans- ২১ জুন। এবছরের থিম- Music at the Intersections.

World Hydrography Day কবে পালিত হয়? Ans- ২১ জুন। এবছরের থিম ছিল- Hydrography Autonomous Technology.

আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত? Ans- ২৩ জুন।

United Nations Public Service Day কবে পালিত হয়? Ans- ২৩ জুন।

আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস কবে পালিত হয়? Ans- ২৬ জুন। এবছরের থিম ছিল- “Better Knowledge for Better Care”.

আন্তর্জাতিক গ্রহাণু দিবস কবে পালিত হয়? Ans- ৩০ জুন।

সম্প্রতি কে FSSAI- এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন? Ans- অরুন সিংঘল‌‌। FSSAI- এর পুরো নাম: food safety and standards authority of India.

সম্প্রতি কে United Kingdom- এ ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন? Ans- Gaitri Kumar.

সম্প্রতি কে National Fertilizers Limited- এর ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন? Ans- ধীরেন্দ্রনাথ দত্ত।

সম্প্রতি কে ফিনল্যান্ডে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন? Ans- রভিশ কুমার।

সম্প্রতি কে Apple মোবাইল প্রস্তুতকারক সংস্থার ভারতীয় শাখায় ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন? Ans- ঈপ্সিতা দাশগুপ্ত।

সম্প্রতি কে “BAFTA”- এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন? Ans- কৃষ্ণেন্দু মজুমদার। “BAFTA”- এর পুরো নাম: British Academy of Film and Television Arts.

সম্প্রতি কোন ভারতীয় IAS অফিসার বিশ্ব ব্যাংকের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন? Ans- রাজিব তোপনো।

সম্প্রতি কে সুইজারল্যান্ডে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন? Ans- মনিকা মোহতা।

সম্প্রতি কে United Nations Association for Development and Peace (UNADAP)- এর ‘Goodwill Ambassador for the poor’ হিসেবে নিযুক্ত হলেন? Ans- ১৩ বছর বয়সি M. Nethra.

সম্প্রতি কে ফিলিপিন্সে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন? Ans- শম্ভু কুমারন।

সম্প্রতি কে বেলজিয়ামে ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন? Ans- সন্তোষ ঝা।

সম্প্রতি কে UN General Assembly- র প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? Ans- ভোলকান বোচকির।

সম্প্রতি কে Cricket Australia (CA)- এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন? Ans- Nick Hockley.

কে কিরগিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? Ans- Kubatbek Boronov.

কে JSW Cement- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? Ans- সৌরভ গাঙ্গুলী।

সম্প্রতি কে National Institute of Public Finance and Policy (NIPFP)- এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? Ans- ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল।

সার্বিয়ার নবনিযুক্ত রাষ্ট্রপতি নাম কি? Ans- Aleksandar Vicic.

সম্প্রতি কে প্রথম মহিলা হিসেবে Marylebone Cricket Club- এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? Ans- ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন Clare Connor.

বিশ্বের কোন সংস্থা বিশ্বজুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় “C-TAP” লঞ্চ করলো? Ans- WHO. this comes after at least 37 countries jointly Appealed to WHO for common ownership of vaccine medicine and other diagnostic tool to combat the Global Health crisis.

সম্প্রতি কে Adidas India- র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? Ans- 2017 মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার‌।

সম্প্রতি কে রোমানিয়ায় ভারতীয় দূত হিসেবে নিযুক্ত হলেন? Ans- রাহুল শ্রীবাস্তব।

সম্প্রতি কোন রাজ্যে “কর্ম ভূমি”- নামক চাকরির অনলাইন পোর্টাল চালু করা হলো? Ans- পশ্চিমবঙ্গ।

সম্প্রতি রেলওয় প্রোটেকশন ফোর্স (RPF) কোথায় “ক্যাপ্টেন অর্জুন”- নামক রোবট বসালো, যা ট্রেনে আসা যাত্রীদের স্ক্রিনিং করবে? Ans- পুনে রেলওয়ে স্টেশন।

কেন্দ্রীয় সরকারের “গরিব কল্যাণ রোজগার অভিযান” দেশের কয়টি জেলায় এই অভিযান চলবে? Ans- ৬ টি রাজ্যের মোট ১১৬ টি জেলায়।

সম্প্রতি Indian Energy Exchange (IEX) ভারতের প্রথম যে গ্যাস ট্রেডিং প্লাটফর্ম লঞ্চ করলো, তার নাম কি? Ans- The Indian Gas Exchange (IGX).

সম্প্রতি কোন রাজ্যে “Ektu Khelo, Ektu Padho”- নামক লার্নিং প্লাটফর্ম লঞ্চ করা হলো? Ans- ত্রিপুরা।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক “YUKTI”- নামক পোর্টাল লঞ্চ করেছে, YUKTI- র পুরো নাম কি? Ans- Young India Combating COVID with Knowledge, Technology and Innovation.

Central Ministry of Skill Development সম্প্রতি কোন সংস্থার সাথে পার্টনারশিপে “Skills Build Reignite”- নামক ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে? Ans- International Business Machines (IBM).

কোন রাজ্যে “Laptop Scheme 2020”- নামক প্রকল্প চালু করা হলো? Ans- কেরালা। ‌ এই প্রকল্পের মাধ্যমে গরীব ছাত্র-ছাত্রীদের ১৫ হাজার টাকার মূল্যের ল্যাপটপ, প্রতিমাসে ৫০০ টাকার কিস্তির বিনিময় প্রদান করা হবে।

সম্প্রতি IOC (International Olympic Committee) কোন দপ্তরের সাথে পার্টনারশিপে #HEALTHYTogether নামক ক্যাম্পেইন লঞ্চ করলো? Ans- World Health Organisation (WHO) & United Nations (UN).

করোনা পরিস্থিতিতে বয়স্কদের সুরক্ষিত রাখতে “Dada-Dadi, Nana-Nani”- নামক ক্যাম্পেইন লঞ্চ করল কোন দপ্তর? Ans- নীতি আয়োগ।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রক “সংকল্প প্রভা” নামক ক্যাম্পেইন লঞ্চ করলো? Ans- কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। এই অভিযানের মাধ্যমে জনসাধারণকে পাঁচটি গাছ (যথা: Bargad, Awla, Peepal, Ashok and Bel) রোপন করতে বলা হচ্ছে।

নিসর্গ ঘূর্ণিঝড়ের উৎপত্তি কোথায়? Ans- আরব সাগর। নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ। উম-পুন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছিল।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ওয়াজিদ খান, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? Ans- Music Composer.

সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? Ans- কেরালা রাজ্যের পালাক্কাড জেলায়।

করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য সমৃদ্ধ “Behind the Mask”- নামক বইটি কে লিখেছেন? Ans- মহঃ আব্দুল মান্নান।

২০২০ বিশ্ব যোগা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যে প্রতিযোগিতা লঞ্চ করলেন তার নাম কি? Ans- My Life- My Yoga.

সম্প্রতি কোন ভারতীয় বক্সার ২০২০ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন? Ans- অমিত পাংঘাল। এছাড়াও ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সম্প্রতি কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হলো? Ans- শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট

সম্প্রতি কোন তিনটি রাজ্যেকে “One Nation- One Ration Card” স্কিমে যুক্ত করা হলো? Ans- উড়িষ্যা, সিকিম, মিজোরাম।

সদ্য প্রয়াত বাসু চ্যাটার্জি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? Ans- সিনেমা পরিচালক। ব্যোমকেশ বক্সী সিরিজ সহ আরো বহু সিনেমা পরিচালনা করেছেন।

The Asian University Rankings 2020- এর তালিকায় ভারতের কয়টি বিশ্ববিদ্যালয় স্থান অর্জন করেছে? Ans- ৮ টি। এই তালিকা প্রকাশ করেছে Times Higher Education (THE).

The Great India Tea and Snacks বইটি কার লেখা? Ans- কৃতিকা পান্ডে।সম্প্রতি তিনি এই বইয়ের জন্য “Commonwealth Short Story Prize” পুরস্কারে ভূষিত হয়েছেন।

National Tiger Conservation Authority (NTCA)- এর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে কত সংখ্যক বাঘের মৃত্যু হয়েছে? Ans- ৭৫০ টি‌।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে।

সম্প্রতি বিশ্বব্যাংক করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্যকে কত টাকার লোন অনুমোদন করলো? Ans- ১৯৫০ কোটি টাকা।

“বন্দে উৎকল জননী”- নামক গানটি কোন রাজ্যের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হলো? Ans- উড়িষ্যা।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হামজা কোয়া, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? Ans- ফুটবল।

সদ্য প্রকাশিত Environment Performance Index (EPI Index 2020)- এর তালিকা অনুযায়ী ভারতের স্থান কত? Ans- ১৬৮ তম।

উত্তরাখণ্ডের কোন শহর গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হল? Ans- Gairsain.

২০২০ লিভিং সার্ভে অনুযায়ী ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? Ans- মুম্বাই।এশিয়া মহাদেশের মধ্যে ১৯ তম এবং বিশ্বের মধ্যে ৬০ তম স্থানে রয়েছে মুম্বাই।

সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের কোন রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম তৈরি হতে চলেছে? Ans- কর্নাটকের হুব্বাল্লি রেলওয়ে স্টেশন। এক বছরের মধ্যে এর কাজ শেষ হবে।

FIFA Ranking 2020 অনুযায়ী ভারতের স্থান কত? Ans- ১০৮ তম।

লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? Ans- মহারাষ্ট্র। সম্প্রতি এই লোনার হ্রদে জলের রং পরিবর্তন হয়ে গোলাপি বর্ণ ধারন করেছে। বিশেষজ্ঞদের মতে জলস্তর কমে যাওয়া এবং লবনতা বৃদ্ধি পাওয়ার জন্য এই পরিবর্তন।

সদ্যপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত কোন ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করেছেন? Ans- মহেন্দ্র সিং ধোনি। সিনেমাটির নাম- MS Dhoni: The Untold Story.

সম্প্রতি ভারত ও চীনের মধ্যে সীমানা সংঘর্ষ কোথায় সংঘটিত হয়েছে? Ans- Galwan Valley.

চতুর্থ Asian Youth Para Games কোন দেশ হোস্ট করবে? Ans- Bahrain.2021 সালের 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল “দিনদয়াল উপাধ্যায় সাশক্তিকরন পুরস্কার” পেল? Ans- জম্মু-কাশ্মীর।

কেন্দ্রীয় সরকার সম্প্রতি কয়লা খনির নিলাম শুরু করেছে? Ans- ৪১ টি।

কোন ভারতীয় অর্থনীতিবিদ সম্প্রতি “Peace Prize of the German Book Trade”- পুরস্কার জিতলেন? Ans- অমর্ত্য সেন।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সারা দেশ জুড়ে মোট কয়টি খেলো ইন্ডিয়া সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে? Ans- ১০০০ টি।

সম্প্রতি কোন রেসলার WWE থেকে অবসর নিলেন? Ans- আন্ডারটেকার।

সম্প্রতি ভারত UNRWA কে কত টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করলো? Ans- ১০ মিলিয়ন ডলার। UNRWA- United Nations Relief and Works Agency for Palestine Refugee.

সম্প্রতি উত্তরপ্রদেশের কোন এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভা? Ans- কুশিনগর এয়ারপোর্ট।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কোন দেশে গিয়েছিলেন? Ans- রাশিয়া।  তাঁর এই সফর ছিল ৩ দিনের।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে সম্প্রতি NASA কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো? Ans- Virgin Galactic Holdings Inc.

সদ্য প্রকাশিত #MeToo বইটির লেখক কে? Ans- Karan Puri.

উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডার “Sector 50” মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? Ans- Rainbow Station.

সম্প্রতি কে বিশ্বের প্রথম মহিলা হিসেবে পৃথিবীর গভীরতম অংশ মারিয়ানা খাতের ‘চ্যালেঞ্জার ডিপ’- এ পৌঁছালেন? Ans- মহাকাশচারী ক্যাথরিন সুলিভান। তার সঙ্গে জলযানের (DSV Limiting Factor) পাইলট হিসেবে ছিলেন ভিক্টর ভেসকভো।

সম্প্রতি কোন রাজ্য রিলায়েন্স জিও কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হল? Ans- হরিয়ানা।

কোন রাজ্য “e-Panchayat Puraskar 2020” অ্যাওয়ার্ডে প্রথম স্থান লাভ করলো? Ans- হিমাচল প্রদেশ।

সম্প্রতি নিউজিল্যান্ডের কোন মহিলা ক্রিকেটার অবসর নিলেন? Ans- Rachel Priest. তিনি Australia Women’s National Cricket League- এ খেলতে তাসমানিয়ার সাথে চুক্তি করেছেন।

“Defence Conclave 2020” কোথায় অনুষ্ঠিত হলো? Ans- গুজরাট।

FIFA Women’s World Cup 2023 কোথায় অনুষ্ঠিত হবে? Ans- অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড- এ।

সম্প্রতি কোথায় বিশ্বের প্রথম “Yoga University” চালু হতে চলেছে? Ans- লস অ্যাঞ্জেলস।

সম্প্রতি সংবিধানের কত নম্বর ধারা প্রয়োগ করে ৫৯ টি চাইনিজ অ্যাপ বন্ধ করলো কেন্দ্রীয় সরকার? Ans- কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনের 69A ধারা। গত ২৯ জুন, ২০২০ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত সরকার।

সম্প্রতি বিশ্বব্যাংক ভারতের ৬ টি রাজ্যের জন্য  সমগ্র শিক্ষা অভিযানে কত টাকা বরাদ্দ করলো? Ans- ৫০০ মিলিয়ন ডলার। রাজ্য গুলি হল- হিমাচল প্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং রাজস্থান।

বিশ্বের প্রথম কোন সংস্থা ২০২৩ সালে মহাকাশে পর্যটক পাঠাবে? Ans- রাশিয়ার Energia Space Corporation.

ভারতবর্ষের প্রথম কোন জেলায় ১০০০ টি স্কুলে বৃষ্টির জল সংরক্ষণ করে চাষের কাজে লাগানোর ব্যবস্থা করা হলো? Ans- গুজরাটের ভাদোদরা জেলায়। (Rainwater harvesting project)

ভারতবর্ষের প্রথম কোন রাজ্য সবচেয়ে বেশি প্লাজমা থেরাপি ট্রায়াল চালু করেছে? Ans- মহারাষ্ট্র। ক্যাম্পেইনটির নাম- “Project Platina”.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career