TET Scam: উদ্ধার হওয়া টেটের OMR Sheet প্রসঙ্গে বিস্মিত বিচারপতি গঙ্গোপাধ্যায়! কী বললেন? পড়ুন বিস্তারিত

TET Scam

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির তল্লাশিতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড আর ওএমআর শিটের প্রতিলিপি। সূত্রের খবর, ঘটনা প্রসঙ্গে এদিন বিস্মিত বিচারপতির প্রশ্ন, কিভাবে কুন্তলের কাছে পৌছলো পরীক্ষার্থীদের ওএমআর শিট!

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্ত চলছে জোরকদমে। তদন্তভার রয়েছে ইডির হাতে। দুর্নীতি কান্ডে ইডির হেফাজতে দফায় দফায় জেরা চলছে অভিযুক্ত কুন্তল ঘোষের। এরইমধ্যে ইডির তরফে কুন্তল ঘোষের ফ্ল্যাটের তল্লাশি করতেই একাধিক গুরুত্বপূর্ণ নথির সাথে উদ্ধার হয়েছে ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের বেশ কিছু ওএমআর শিট ও অ্যাডমিটের ফটোকপি। যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, ঘটনাটি প্রকাশ্যে আসতে এদিন আদালতে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। সাথে তাঁর কথায়, “কিছু দুষ্কৃতী রাজ্যটাকে শেষ করে দেবে”! একইসাথে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে পর্ষদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

join Telegram

সূত্রের খবর, এদিকে পর্ষদের তরফে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে বিস্মিত পর্ষদও! এক্ষেত্রে দাবি, উদ্ধারকৃত ওএমআর শিটগুলি আসলে পরীক্ষার্থীদের কাছে থাকা ওএমআর এর ফটোকপি। তবে অরিজিনাল ওএমআর শিটগুলি পর্ষদের কাছে সুরক্ষিত আছে। পর্ষদের দিক থেকে নিরাপত্তায় কোনোও খামতি রাখা হয়নি। কেউ চেষ্টা করছে পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার। অন্যদিকে জেরার মুখে কুন্তল ঘোষ স্বীকার করেছেন, আরটিআইয়ের মাধ্যমে ওএমআর শিটগুলি পেয়েছেন তিনি। প্রসঙ্গত, গোটা ঘটনাটি ঘিরে ধোঁয়াশা কাটেনি এখনও। নিয়োগ দুর্নীতি চক্র এখনও সক্রিয় কিনা তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু বিভিন্ন মহলে।

FB Join