Group D Scam: ২৮২০ জন গ্রুপ- ডি প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

রাজ্যে প্রায় সমস্ত চাকরির নিয়োগে দুর্নীতির কালো ছায়া! গ্রুপ -ডি'র নিয়োগ পরীক্ষাও বাদ যায়নি সেখানে। এর আগেই গ্রুপ ডি পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়…

Published By: Exam Bangla | Published On:

রাজ্যে প্রায় সমস্ত চাকরির নিয়োগে দুর্নীতির কালো ছায়া! গ্রুপ -ডি’র নিয়োগ পরীক্ষাও বাদ যায়নি সেখানে। এর আগেই গ্রুপ ডি পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি পদে নিয়োগ পাওয়া প্রায় ২৮২০ জন অযোগ্য প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিলেন।

অন্যান্য পদের নিয়োগের মতো গ্রুপ ডি পদের নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (উত্তরপত্র) কারচুপির অভিযোগ ওঠে। আর এই নম্বর জালিয়াতির মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়েছিল হাজার হাজার অযোগ্য প্রার্থীদের। তবে এদিন গ্রুপ ডি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসিকে সরাসরি নির্দেশ দেন, আজকের মধ্যেই সংশ্লিষ্ট প্রার্থীদের চাকরি বাতিল করতে হবে! সেক্ষেত্রে এদিন শুক্রবার বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট ২৮২০ জন প্রার্থীর তালিকা সম্বলিত বিস্তারিত হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই হলফনামা পেশের কিছু সময়ের ব্যবধানে তা ওয়েবসাইটে আপলোড ও সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।

Primary TET Final Answer Key: Download Now

join Telegram

প্রসঙ্গত, এদিন ২০১৬ সালের নবম-দশম শ্রেণীর আটশোর বেশি শিক্ষকদের নিয়োগে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে এসএসসি। কমিশন জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট প্রার্থীদের চাকরি বাতিলের প্রক্রিয়া পর্যায়ক্রমে শুরু করা হবে।

FB Join

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career