কল্যাণী এইমস -এ ক্লার্ক পদে নিয়োগ, সরাসরি অনলাইনে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস (AIIMS) -এ বিভিন্ন গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। Kalyani AIIMS Group- C Recruitment 2021.

পদের নাম- স্টোর কিপার কাম ক্লার্ক।
শূন্যপদের সংখ্যা- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে 23,100 টাকা।
বয়স সীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।

পদের নাম- ফার্মাসিস্ট।
শূন্যপদের সংখ্যা- 2 টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে ফার্মেসিতে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স- 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে বেতন 26,100 টাকা।

চাকরির খবরঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে

পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদের সংখ্যা- 36 টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ইংরেজীতে কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে।
বয়স- সর্বোচ্চ 30 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে 24,800 টাকা।

পদের নাম- Laboratory Technician.
শূন্যপদের সংখ্যা- 33 টি।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক পাস সহ Medical Laboratory সার্টিফিকেট থাকলে প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- 18 থেকে 30 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন 26,100 টাকা।

পদের নাম- Librarian Grade-III
শূন্যপদের সংখ্যা- 3 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন সরকার স্বীকৃত ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে B.Sc ডিগ্রি থাকতে হবে। সঙ্গে লাইব্রেরী সাইন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ করে থাকতে হবে।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে বেতন 43,900 টাকা।

চাকরির খবরঃ রাজ্যে কলেজে গ্রুপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। www.becil.com ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৮ ডিসেম্বর, ২০২১।
আবেদন ফি- আবেদনকারীরা একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। তবে একাধিক পদে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন ফি জমা দিতে হবে। একটি পদে আবেদন করার জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 750 টাকা। SC/ ST/EWS/ PH প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 450 টাকা।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, ২২ হাজার শূন্যপদে নিয়োগের ফর্ম ফিলাপ শুরু আজ স্টেট ব্যাংকে ২০৫০ সার্কেল অফিসার নিয়োগ, আজই অনলাইন আবেদন করুন কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, শুরুতেই বেতন ১৮ হাজার টাকা রাজ্যের ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১২ হাজার টাকা কলকাতায় কেন্দ্রীয় সরকারি দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৮ হাজার টাকা