গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল রাজ্য সরকার। যার দরুণ মুখে হাসি ফুটল রাজ্য সরকারি কর্মীদের। সাম্প্রতিক ঘোষণা অনুসারে, প্রায় ৫ শতাংশ ডিয়ারনেস অ্যালোওয়েন্স (DA) বাড়িয়েছে সরকার। কিছুদিন আগে ট্যুইট করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে সে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৩৮ শতাংশ। এর সঙ্গে, পেনশনের যোগ্যতায় বয়সের মানদন্ডকে কমিয়ে আনা হয়েছে বলেও জানা যাচ্ছে।
সম্প্রতি কর্ণাটকের কংগ্রেস সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। সেই ঘোষণার পর এবার কংগ্রেস শাসিত ছত্তিশগড়েও মহার্ঘ ভাতা বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, সম্পূর্ণ পেনশনের জন্য যোগ্যতার মানদণ্ডকে ৩৩ বছরের বদলে ৩০ বছরে কমিয়ে আনা হয়েছে। এছাড়া, স্বেচ্ছা অবসরের যোগ্যতা পরিষেবার সময়কাল ঠিক হয়েছে ২০ বছর থেকে কমিয়ে ১৭ বছর। আর এই সকল ঘোষণার কারণে রীতিমতো খুশি সেই রাজ্যের সরকারি কর্মীরা। ছত্তিশগড় সরকারের তরফে জানানো হয়েছে, ৫ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ায় বেতন যথেষ্টই বাড়বে সরকারি কর্মীদের। আর এর ফলে উপকৃত হবেন প্রায় ৩ লক্ষ ৮০ হাজার সরকারি কর্মী।
আরও পড়ুনঃ বাংলার ডিএ আন্দোলনকারীদের বিরাট সিদ্ধান্ত
[quads id=10]
সামনেই ছত্তিশগড়ের বিধানসভা ভোট। আর ভোটের আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার। বিষয়টিতে সরকারি কর্মীরা খুশি হলেও সুর চড়িয়েছেন বিরোধীরা। উঠছে নানান রাজনৈতিক তরজাও। এরইমধ্যে ট্যুইট করে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, ছত্তিশগড় সরকার যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, তাতে সরকারের উপর ১০০০ কোটি টাকার বাড়তি বোঝা চাপবে। তবে মন্ত্রী সভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তে যে ছত্তিশগড়ের প্রচুর সরকারি কর্মী উপকৃত হবেন, তারও ঘোষণা করেন তিনি।
[quads id=10]







