চাকরির খবর

রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ! ১৫ জুন পর্যন্ত চলবে আবেদন

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। সম্প্রতি কলকাতা জেলার পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – KDTCS/Office/37/23

পদের নাম – TBHV (Tuberculosis Health Visitor)
মোট শূন্যপদ – ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সহ MPW / LHV/ ANM/ Health Worker ইত্যাদি পদে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বেসিক কম্পিউটার অপারেটিং জানতে হবে।
মাসিক বেতন – ১৮,০০০ টাকা।
বয়সসীমা – ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ICMR -এ চাকরির সুযোগ

পদের নাম – STLS (Senior Tuberculosis Laboratory Supervisor)
মোট শূন্যপদ – ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে DMLT অথবা BMLT বিষয়ে ডিগ্রী অর্জনকারী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই MS Word এবং MS Excel অপারেটিং -এ দক্ষ হতে হবে। সেইসঙ্গে প্রার্থীর পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
মাসিক বেতন – ২৫,০০০ টাকা।
বয়সসীমা – ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ দক্ষিণ ২৪ পরগণা জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনের নিম্নাংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে চাকরিপ্রার্থীদের। অতঃপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য গুরুত্তপূর্ণ কাগজপত্র একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – CTO Kolkata, Tangra Chest Clinic, 15/1 Gobindo Khatick road, Kolkata 46, Near Tangra Police Station, Baishali More

আবেদনের শেষ তারিখ – ১৫ জুন, ২০২৩।

রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles