চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৫ জুলাই পর্যন্ত

হিন্দুস্তান কপার লিমিটেড বিভিন্ন পদে লোক নিয়োগ করছে। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার হিন্দুস্তান কপার লিমিটেড হেড অফিসে এই কর্মী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। Hindusthan Copper Ltd. Recruitment 2021.

পদের নাম- ইলেকট্রিশিয়ান গ্রেড- II
শূন্যপদ- মোট ২০ টি। (UR-১০,OBC-০৫,SC-০৩,ST-০১,EWS-০১)

পদের নাম- ইলেকট্রিশিয়ান সঙ্গে লাইন ম্যান গ্রেড- II
শূন্যপদ- ১ টি।

[quads id=10]

চাকরির খবর: স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- উভয় পদের ক্ষেত্রেই NCVT অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI কোর্স পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- উভয় ক্ষেত্রেই প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করবেন ০১/০৬/২০২১ তারিখের হিসাবে।
বেতন- দুটি পদের ক্ষেত্রেই প্রতিমাসে বেতন ১৮,১৮০/- টাকা।

চাকরির খবর: খড়গপুর আইআইটি -তে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.Hindustancopper.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন ১৫/০৭/২০২১ তারিখ বিকেল ৫ টা পর্যন্ত।

Official Notificattion

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ