রাজ্যের পুলিশ চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দীর্ঘ অপেক্ষার শেষে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রিক্রুটমেন্ট বোর্ড। প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা পুলিশের ৩ হাজার ৭৩৪ টি শূন্যপদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হবে। বিশেষভাবে উল্লেখ্য এবারের নিয়োগে তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এছাড়া পুলিশ পার্সোনাল নিয়োগের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার মাপকাঠি থাকবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের এই নিয়োগে সুযোগ দেওয়া হবে। মহিলা চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে শারীরিক যোগ্যতায় প্রস্তাবিত ছাড় দেওয়া হয়েছে। তবে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার পরিবর্তে যে একটি মাত্র পরীক্ষা করার প্রস্তাব পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়েছিল সেই প্রস্তাব এখনো কার্যকর করা হয়নি। নতুন বিজ্ঞপ্তিতে পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের মূল চারটি ধাপ উল্লেখ করা হয়েছে। এই মূল চারটি ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক যোগ্যতার পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪
উক্ত বিজ্ঞপ্তিতে তপশিলি জাতি, ওবিসি সবক্ষেত্রেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে। মোট শূন্য পদের ৩ হাজার ৪৬৪ টি পদ আছে পুরুষ প্রার্থীদের জন্য। এবং ২৭০ টি পদ আছে মহিলা প্রাথীদের জন্য। আবেদন করার ক্ষেত্রে বিগত নিয়োগ গুলির তুলনায় এবারে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩০ বছর করা হয়েছে। প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই নিয়োগের আবেদন চলবে আগামী ১ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।