কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা কীভাবে পাশ করবেন? জেনে নিন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা কীভাবে পাশ করবেন? আমরা জানলাম Exam Bangla Publication -এর কাছ থেকে। অভিজ্ঞ শিক্ষকরা বললেন কীভাবে প্রস্তুতি নিলে কলকাতা পুলিশ কনস্টেবল…

Published By: ExamBangla.com | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা কীভাবে পাশ করবেন? আমরা জানলাম Exam Bangla Publication -এর কাছ থেকে। অভিজ্ঞ শিক্ষকরা বললেন কীভাবে প্রস্তুতি নিলে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা পাশ করা সহজ হবে? নতুন সিলেবাস অনুযায়ী কি কি অংশ পড়তে হবে, কোন কোন অংশ পড়তে হবে না। বিস্তারিত জানালেন আমাদের প্রতিনিধিকে। কোন কোন বই থেকে পড়লে পরীক্ষার হলে কমন পাওয়া যেতে পারে। বিস্তারিত জেনে নিন আজকের এই পোস্টে। (Kolkata Police Constable Exam Book 2022)

Kolkata Police Constable Exam Book 2022

যেকোনো পরীক্ষায় পাশ করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো সঠিক প্রস্তুতি। এবার প্রশ্ন হলো সঠিক প্রস্তুতি কীভাবে করবেন? অনেকের মতে সিলেবাস দেখে পড়লেই তো হয়ে যাবে। কিন্তু শুধু সিলেবাস নয়, বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র অনুসরণ করে প্রস্তুতি নিতে হবে। তাহলে সঠিক প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা। পরীক্ষার সময়সীমা ১ ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে। তাই প্রতিটি উত্তর বুঝে শুনে দিতে হবে। কলকাতা পুলিশ পরীক্ষার প্রিলিমিনারি সিলেবাস হলো-

  • জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ- ৪০ টি
  • গণিত- ৩০ টি
  • রিজনিং- ৩০ টি

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় কীভাবে পাশ করবেন?

Exam Bangla Publication তরফ থেকে জানানো হয়েছে এই সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে প্রথমে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন বিষয় থেকে কোন কোন টপিক পড়তে হবে-

জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে কোন কোন বিষয় পড়তে হবে?

  • স্ট্যাটিক জিকে
  • ইতিহাস, ভূগোল
  • বিজ্ঞান (জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান)
  • সংবিধান
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • কম্পিউটার, খেলাধুলা

Kolkata Police GK Questions

স্ট্যাটিক জিকে: উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, নদীতীরবর্তী শহর, বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন দেশের সীমারেখা, বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান, বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন স্থানের নাম ও উপনাম, গ্রন্থ ও রচয়িতা, সাহিত্যিক ও ছদ্মনাম, বিভিন্ন বিষয়ের জনক, বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, বিভিন্ন সদর দপ্তর, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন নৃত্যের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন চরিত্র ও তাদের স্রষ্টার নাম, গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঘূর্ণিঝড় সংক্রান্ত প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, এব্রিভিয়েশন।

ইতিহাস: বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল; বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা; বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠাতার নাম, মোঘল সাম্রাজ্য, সুলতান বংশ, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন বইয়ের লেখক, বিভিন্ন পত্রিকার সম্পাদক, গুরুত্বপূর্ণ উক্তি ইত্যাদি।

ভূগোল: বিভিন্ন দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের সীমারেখা, ভারত ও তার প্রতিবেশী দেশ, সৌরজগৎ, পর্বত, হিমবাহ, জলপ্রপাত, হ্রদ ও নদনদী, নদী এবং বাধঁ, গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং অবস্থান, বিভিন্ন ভৌগোলিক দিবস, স্থানীয় ও আঞ্চলিক বায়ুপ্রবাহ, রবি শস্য ও খারিফ শস্য, ভারত ও পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন রাজ্যের প্রধান ফসল, মহাকাশ গবেষণা ইত্যাদি।

বিজ্ঞান (জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান): পরিমাপক যন্ত্র, একক, আবিষ্কারক, পরমাণু গঠন (আইসোটোপ আইসোবার এবং আইসোটোন), সংকর ধাতু, আকরিক, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের নাম ও সংকেত, মানব দেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিটামিন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইত্যাদি।

সংবিধান: সংবিধানের পটভূমি, ধারা, মৌলিক কর্তব্য ও অধিকার, সংবিধান সংশোধনী, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, বিভিন্ন অধিকারীকে অবসরের বয়স, নিযুক্ত হওয়ার বয়স ইত্যাদি।

কারেন্ট অ্যাফেয়ার্স: বিভিন্ন কোম্পানির CEO, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম, সাম্প্রতি কে কোন পদে আছেন, গুরুত্বপূর্ণ পুরস্কার প্রাপক, বিভিন্ন খেলার আয়োজনকারী দেশ ও সাল, গুরুত্বপূর্ণ প্রয়াণ, বই প্রকাশ, সাম্প্রতিক খেলাধুলা থেকে প্রশ্ন ইত্যাদি।

কলকাতা পুলিশ পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে এইসব টপিক থেকে পড়লে প্রশ্ন কমন পাওয়া যেতে পারে।

গণিত থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসবে?

  • সংখ্যা (Number),
  • বিভাজ্যতা,
  • বর্গ বর্গমূল ও ঘন ঘনমূল,
  • ভগ্নাংশ,
  • সরলীকরণ,
  • ল.সা.গু. ও গ.সা.গু.,
  • ত্রৈরাশিক,
  • গড়,
  • শতকরা,
  • লাভ- ক্ষতি,
  • অনুপাত ও সমানুপাত,
  • মিশ্রন,
  • সরল সুদ,
  • চক্রবৃদ্ধি সুদ,
  • সমাহার বৃদ্ধি ও হ্রাস,
  • সময় ও দূরত্ব,
  • সময় ও কার্য,
  • নল ও চৌবাচ্চা,
  • নৌকা স্রোত,
  • অংশীদারি কারবার,
  • পরিমিতি,
  • ত্রিকোণমিতি

রিজনিং থেকে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসবে?

  • সংখ্যা শ্রেণি (number series),
  • অক্ষর শ্রেণী (alphabet series),
  • শ্রেণী বিভাজন (classification),
  • সামঞ্জস্য বিধান বা সাদৃশ্য (analogy),
  • কোডিং, ডিকোডিং,
  • দিক নির্ণয়,
  • পারিবারিক সম্পর্ক নির্ণয় (blood relation),
  • বিন্যাস ও ক্রম, লুপ্ত সংখ্যা নির্ণয়,
  • প্রতিবিম্ব (দর্পন),
  • ভেনচিত্র,
  • ক্যালেন্ডার,
  • ঘড়ি,
  • ঘনক ও ছক্কা,
  • Counting figure,
  • চিত্র সম্পূর্ণকরণ (paper folding),

এইসব বিষয়গুলি ভালো করে প্রস্তুতি নিলে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা অনেক সহজ হবে। কিন্তু রাজ্যে অনেক পরীক্ষার্থীরা কোনো কোচিং ছাড়াই নিজে থেকে প্রস্তুতি নিচ্ছেন। তাহলে তাঁরা কীভাবে এইসব বিষয়গুলি প্রস্তুতি নেবেন? উত্তর দিলেন Exam Bangla Publication -এর বইয়ের লেখক দেবজ্যোতি রায়। তাঁর কথায়, Exam Bangla Publication প্রকাশিত Constable & SI 2 in 1 Suggestion বইটি থেকে যদি পরীক্ষার্থীরা প্রস্তুতি নেয় তাহলে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা অনেক সহজ হয়ে যাবে। শুধু প্রিলিমিনারি পরীক্ষা নয় বইটি কলকাতা পুলিশের মেন পরীক্ষার জন্যও কার্যকরী হবে। কারণ Constable & SI 2 in 1 Suggestion বইটি কলকাতা পুলিশ পরীক্ষার নতুন সিলেবাস অনুসরণ করে প্রকাশ করা হয়েছে।
Constable & SI 2 in 1 Suggestion বইটির প্রথম সংস্করণ থেকে বিগত বছরের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় ৫৬ টির বেশি প্রশ্ন কমন এসেছে।

যেসব প্রশ্ন গুলি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় কমন এসেছিলো তার মধ্যে কিছু প্রশ্ন দেওয়া হলো। যেসব পরীক্ষার্থীরা বিগত বছরের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহন করেছেন তারা প্রশ্ন গুলি মিলিয়ে নিতে ভুলবেন না।

১) অলিম্পিক -এর প্রতীকে পাঁচটি রংঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরুপ? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
২) 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? (89 পৃষ্ঠা)
৩) লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। তারপর বাঁ দিকে ঘুরে 20 কিমি হাঁটলো। সে এরপর পূর্বদিকে 25 কিমি গেল, এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে? (Type Common 154 পৃষ্ঠা)
৪) কোন দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রন করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? (Type Common- 129 পৃষ্ঠা)
৫) কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? (42 পৃষ্ঠা)
৬) 2020 টোকিও অলিম্পিকে জ্যাকলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
৭) বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? (97 পৃষ্ঠা)
৮) অজাত শত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? (33 পৃষ্ঠা)
৯) 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? (26 পৃষ্ঠা)
১০) 6 টি সংখ্যার গড় যদি 17 হয়, তবে সংখ্যাগুলোর যোগফল কত? (গড় অধ্যায় 120 পৃষ্ঠা)
১১) কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? (49 পৃষ্ঠা)
১২) 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? (25 পৃষ্ঠা)
১৩) 10° চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? (89 পৃষ্ঠা)
১৪) টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বর্গহাইন কোন রাজ্যের বাসিন্দা? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
১৫) একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার অনুপাত 5:8:3 মোট টাকার পরিমান 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? (Type Common- 145 পৃষ্ঠা)
১৬) নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ (triangle) আছে? (159 পৃষ্ঠা)
১৭) মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? (কারেন্ট অ্যাফেয়ার্স অংশ)
১৮) X একাকী একটি কাজ 20 দিনে করতে পারে। আবার B একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? (Type Common- 127 পৃষ্ঠা)
১৯) বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? (35 পৃষ্ঠা)
২০) দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? (118 পৃষ্ঠা)
২১) সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? (32 পৃষ্ঠা)
২২) লেন্সের ক্ষমতার একক কি? (83 পৃষ্ঠা)
২৩) ‘Amphan’ কোন দেশ নাম দিয়েছিল? (96 পৃষ্ঠা)
২৪) 999(1/7) + 999(2/7) + 999(3/7) + 999(4/7) + 999(5/7) + 999(6/7) =? (116 পৃষ্ঠা)
২৪) কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয়? (15 পৃষ্ঠা)
২৫) নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? (83 পৃষ্ঠা)
২৬) গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল (37 পৃষ্ঠা)

Kolkata Police Constable Book

এবার জেনে নেওয়া যাক বইটি কীভাবে অর্ডার করবেন?

বইটি অর্ডার করতে পারবেন Exam Bangla Publication -এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট টি হলো www.exambanglapub.com
বইটির মূল্য রয়েছে ২৭৯/- টাকা। কিন্তু ‘EXAMB20’ কুপন কোড ব্যবহার করে আপনি মাত্র ২৪৬/- টাকায় বইটি অর্ডার করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি নেওয়া যাবে। সংস্থার দাবি, অর্ডার দেওয়ার ৫- ৬ দিনের মধ্যে বইটি ডেলিভারি পাওয়া যাবে।

বইটি অর্ডার দেওয়ার জন্য লিংকে ক্লিক করতে পারেন- Buy Now

Kolkata Police Constable Book

Book Title: Constable & SI 2 in 1 Suggestion by Exam Bangla (Exam Bangla Book for WBP Exam)
Publisher: EXAM BANGLA PUBLICATION
Author: Debajyoti Ray. M.Sc., B.Ed. Assistant Teacher, Sankoa G.C. High School (H.S.)
ISBN: 9788195466115
Edition: 2nd Edition (Reprint Edition, July, 2022)
Pages: 256

Publisher Contact Details:
EXAM BANGLA PUBLICATION
E-mail : [email protected]
WhatsApp No. : (+91) 8001650019

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career