চাকরির খবর

কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নত্তোর, আপনি কত স্কোর করতে পারবেন?

Share

আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

Kolkata Police Constable GK Question

1) পৃথিবীর গভীরতম খাত কোনটি?
[A] সুন্দা
[B] মারিয়ানা
[C] হোল
[D] ওন্দা
উঃ মারিয়ানা।

2) বিশ্বের সবচেয়ে বড় ইকোসিস্টেম কোনটি?
[A] মহাসাগর
[B] হ্রদ
[C] জঙ্গল
[D] ভূমি
উঃ মহাসাগর।

3) প্যাট অঞ্চল কোথায় দেখা যায়?
[A] ছোটনাগপুর মালভূমি
[B] দণ্ডকারণ্য
[C] মালাবার
[D] মালব
উঃ ছোটনাগপুর মালভূমি।

4) কোন নদী ভারত এবং নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে?
[A] গন্ডক
[B] কালি
[C] গোমতী
[D] তিস্তা
উঃ কালি।

5) ভারতের কোন রাজ্যে খ্রীস্টানদের হার বেশি?
[A] গোয়া
[B] মিজোরাম
[C] মণিপুর
[D] নাগাল্যান্ড
উঃ মিজোরাম।

6) দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে?
[A] জওহরলাল নেহেরু
[B] মতিলাল নেহেরু
[C] আবুল কালাম আজাদ
[D] মহাত্মা গান্ধী
উঃ মহাত্মা গান্ধী।

7) নিম্নলিখিত কোন দেশীয় রাজ্য থেকে ১৮৫৭ বিদ্রোহে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য অংশগ্রহণ করেছিল?
[A] বাংলা
[B] অযোধ্যা
[C] বিহার
[D] রাজস্থান
উঃ অযোধ্যা।

8) কে কোলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
[A] লর্ড কর্নওয়ালিস
[B] লর্ড ওয়েলেসলি
[C] লর্ড কার্জন
[D] লর্ড ম্যাককুলে
উঃ লর্ড ওয়েলেসলি।

9) শুঙ্গ বংশের পর ভারতে কোন বংশ শাসন করে?
[A] সাতবাহন
[B] কুষাণ
[C] কাহ্ন
[D] গুপ্ত
উঃ কাহ্ন।

10) কণিষ্কের আমলে কোথায় বুদ্ধ সঙ্গীতি হয়েছিল?
[A] মগধ
[B] কাশ্মীর
[C] পাটলিপুত্র
[D] রাজগৃহ
উঃ কাশ্মীর।

11) Stand-Up India স্কিম কত সালে চালু করা হয়?
[A] 2013
[B] 2014
[C] 2016
[D] 2015
উঃ 2016

12) ভারতের কোন রাজ্য প্রথম কার্বন নিউট্রাল কৃষিকাজ ব্যবস্থা বাস্তবায়ন করে?
[A] গোয়া
[B] ত্রিপুরা
[C] মহারাষ্ট্র
[D] কেরালা
উঃ কেরালা।

13) ২০২২ সালে ফোর্বস কর্তৃক প্রকাশিত বিশ্বের ধনী তালিকায় কে প্রথম স্থানে রয়েছে?
[A] বার্নার্ড শ
[B] এলন মাস্ক
[C] জেফ থমস
[D] মুকেশ আম্বানি
উঃ এলন মাস্ক।

14) ২০২৬ সালে কমনওয়েলথ গেমস হোস্ট করবে কোন দেশ?
[A] ইউ.কে
[B] অস্ট্রেলিয়া
[C] নিউজিল্যান্ড
[D] ইউ.এ.ই
উঃ অস্ট্রেলিয়া।

15) সম্প্রতি জিন ব্যাঙ্ক প্রকল্প চালু করে কোন রাজ্য?
[A] গুজরাট
[B] উত্তরপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] তেলেঙ্গানা
উঃ মহারাষ্ট্র।

16) স্ট্যাফোর্ড ক্রিপস কোন দলের সদস্য?
[A] কনজারভেটিভ দল
[B] লেবার পার্টি
[C] লিবারেল পার্টি
[D] কোনোটাই নয়
উঃ লেবার পার্টি।

17) দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলে আছে?
[A] ২য়
[B] ১১ তম
[C] ১০ম
[D] ৫ম
উঃ ১০ম।

18) নিচের কোন পার্ট’টি সাধারণ নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] 14
[B] 15
[C] 17
[D] 18
উঃ 15

19) “ইকোনমিক সার্ভে রিপোর্ট” প্রকাশ করে নিম্নলিখিত কোন সংস্থা?
[A] বিশ্ব ব্যাঙ্ক
[B] IMF
[C] UNDP
[D] UNESCO
উঃ IMF

20) কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন?
[A] রমেশ চন্দ্র দত্ত
[B] ডি.আর গাডগিল
[C] দাদাভাই নওরোজি
[D] নরসিংহ রাও
উঃ দাদাভাই নওরোজি।

আরও পড়ুনঃ
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে পার্ট- ১
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে পার্ট- ২
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে পার্ট- ২

সর্ব শেষ প্রকাশিত

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

21 hours ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | অনলাইনে চেক করুন মাধ্যমিক রেজাল্ট 2024

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিক রেজাল্ট ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট…

24 hours ago

Madhyamik Result 2024 LIVE | প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪, নিজের রেজাল্ট দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২রা মে, ২০২৪ তারিখে প্রকাশিত হল এবারের মাধ্যমিক…

1 day ago

কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হবে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

মাধ্যমিক রেজাল্ট ২০২৪: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৪। সকাল…

1 day ago

রাত পোহালেই মাধ্যমিক রেজাল্ট! রেজাল্ট দেখতে কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন

মাধ্যমিক রেজাল্ট 2024: দীর্ঘ অপেক্ষার পর আগামীকাল সকাল ৯ টায় প্রকাশিত হতে চলেছে এবারের মাধ্যমিক…

2 days ago

মাধ্যমিকের ফলাফল নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট! পরীক্ষার্থীরা এক্ষুনি জেনে নিন

বিরাট বড় আপডেট উঠে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল প্রকাশিত হতে…

2 days ago