চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নোত্তর, দেখুন কত গুলো উত্তর জানেন?

আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

Kolkata Police Constable GK Questions

১) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলে-
[A] নিউরোন
[B] নেফ্রন
[C] নিউরোগ্লিয়া
[D] মস্তিষ্ক
উঃ [A] নিউরোন

২) সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে তা সঠিক ভাবে নিরূপণ করো:-
[A] অ্যামিবা
[B] প্যারামেসিয়াম
[C] ইউমিনা
[D] মাছ
উঃ [B] প্যারামেসিয়াম

৩) কোন চিনা সেনাপতি কনিষ্ক কে পরাজিত করেন?
[A] প্যান চাও
[B] প্যান ইয়াং
[C] চি হুয়াং তি
[D] হো তি
উঃ [B] প্যান চাও

[quads id=10]

৪) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে?
[A] 336
[B] 339
[C] 343
[D] 341
উঃ [C] 343

৫) পিত্ত উৎপন্ন হয় কোথায়?
[A] রক্তে
[B] যকৃতে
[C] প্লিহাতে
[D] পিত্তথলিতে
উঃ [B] যকৃতে।

৬) পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন-
[A] অর্থমন্ত্রী
[B] অধ্যক্ষ
[C] প্রধানমন্ত্রী
[D] প্রেসিডেন্ট
উঃ [A] অর্থমন্ত্রী।

৭) কোন ভারতীয় শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেন?
[A] গায়কোয়াড় (বরোদা)
[B] নিজাম (হায়দ্রাবাদ)
[C] সিন্ধিয়া (গোয়ালিয়র)
[D] অযোধ্যার নবাব
উঃ [B] নিজাম(হায়দ্রাবাদ)

৮) দিল্লির কোন সুলতান পোলো বা চৌঘান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান?
[A] মহম্মদ বিন তুঘলক
[B] বলবন
[C] কুতুবউদ্দিন আইবক
[D] ফিরোজ শাহ তুঘলক
উঃ [C] কুতুবউদ্দিন আইবক

৯) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয়?
[A] 1886
[B] 1896
[C] 1906
[D] 1890
উঃ [B] 1896

১০) হলুদ বিপ্লব কিসের সঙ্গে জড়িত?
[A] পোলট্রি
[B] তৈলবীজ
[C] সোনা
[D] সূর্যমুখী
উঃ [D] সূর্যমুখী

১১) ভারতের শীতল মরুভূমি কোন রাজ্যে অবস্থিত?
[A] জম্মু এবং কাশ্মীর
[B] হিমাচল প্রদেশ
[C] রাজস্থান
[D] লাদাখ
উঃ [D] লাদাখ।

১২) কোন রাজ্যের সবচেয়ে দীর্ঘতম উপকূল রয়েছে?
[A] গুজরাট
[B] তামিলনাড়ু
[C] অন্ধ্রপ্রদেশ
[D] কর্ণাটক
উঃ [A] গুজরাট

১৩) কোন পত্রিকাটি গান্ধীজি কর্তৃক প্রকাশিত নয়?
[A] নবজীবন
[B] ইন্ডিয়ান ওপিনিয়ন
[C] মিরর
[D] হরিজন
উঃ [C] মিরর

১৪) গান্ধীজিকে রাষ্ট্রপিতা বলেছেন কে?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] জওহরলাল নেহেরু
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] নেতাজি সুভাষ
উঃ [D] নেতাজি সুভাষ

১৫) WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] রোম
[B] ওয়াশিংটন ডি সি
[C] জেনেভা
[D] নিউইয়র্ক
উঃ [C] জেনেভা

[quads id=10]

১৬) আন্না আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?
[A] কোয়েম্বাটুর
[B] কোচিন
[C] তিরুবনন্তপুরম
[D] চেন্নাই
উঃ [D] চেন্নাই।

১৭) কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে গান্ধীজী সভাপতিত্ব করেন?
[A] করাচি
[B] লাহোর
[C] কাকিনাড়া
[D] বেলগাঁও
উঃ [D] বেলগাঁও (১৯২৪)

১৮) লোহিত সাগরের লাল বর্ণের কারণ কিসের উপস্থিতি?
[A] মস
[B] ব্যাকটেরিয়া
[C] অ্যালগি
[D] ফাঙ্গি
উঃ [C] অ্যালগি।

১৯) সবচেয়ে দক্ষিণের মহাজনপদটির নাম কি?
[A] চেদী
[B] মৎস
[C] অশ্মক
[D] অবন্তী
উঃ [C] অশ্মক।

১৯) কাকে বিন্ধ্য অধিপতি বলা হয়?
[A] সিমুক
[B] গৌতমীপুত্র সাতকর্ণী
[C] অশোক
[D] বশিষ্ঠপুত্র পুলুমাভি
উঃ [B] গৌতমীপুত্র সাতকর্ণী

উপরোক্ত প্রশ্নগুলি কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবার সাথে শেয়ার করুন, যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন।

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ