চাকরির খবর

কলকাতা পুলিশ নিয়োগ ২০২২, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে

Share

বহু প্রতিক্ষার অবসান। রাজ্যের চাকরী প্রার্থীদের জন্য সুখবর। বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে কলকাতা পুলিশে (Kolkata Police Recruitment)। কলকাতা পুলিশে প্রায় ২০০০ -এর বেশি শূন্যপদে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কলকাতা পুলিশ কনস্টেবল (KP Constable) পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে। কলকাতা পুলিশ নিয়োগ ২০২২

Kolkata Police Constable Recruitment 2022

পদের নাম- কলকাতা পুলিশ কনস্টেবল।
শূন্যপদের সংখ্যা- ২২০০+ (সম্ভাব্য)।

প্রসঙ্গত এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবার খবর পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে ExamBangla.com -এর তরফ থেকে কলকাতা পুলিশ কনস্টেবল পদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া প্রকাশ করা হলো। যেহেতু বর্তমানে কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) -র  মাধ্যমে হচ্ছে, তাই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া একই।

যোগ্যতাবলীঃ

১) আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২) আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। ST, SC এবং OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

৩) কলকাতা পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। অন্য যেকোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য।

৪) প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। পাহাড়ি এলাকার নেপালি মাতৃভাষা যুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বাংলা জানা আবশ্যক নয়।

চাকরির খবরঃ সরকারি হাসপাতালে ক্লার্ক নিয়োগ চলছে 

৫) দৈহিক পরিমাপঃ

  • পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে- উচ্চতা: ১৬৭ সেমি, ওজন: ৫৭ কেজি, ছাতি: ৭৮ সেমি (৫ সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে)
  • মহিলা প্রার্থীদের ক্ষেত্রে- উচ্চতা: ১৬০ সেমি, ওজন: ৪৯ কেজি।

গোর্খা, গাড়োয়ালিশ, ও সিডিউল ট্রাইব শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা, ওজন ও ছাতি -তে বিশেষ ছাড় থাকবে।

নিয়োগ পদ্ধতি-

১) প্রিলিমিনারি পরীক্ষা- ১০০ নম্বরের। জেনারেল নলেজ- 50 নম্বর, গণিত- 30 নম্বর, রিজনিং- 20 নম্বর (1/4 নেগেটিভ মার্ক)

২) PMT এবং PET-
ছেলেদের ৬.৩০ মিনিটে ১৬০০ মিটার এবং মেয়েদের ক্ষেত্রে ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে।

৩) মেন পরীক্ষা ৮৫ নম্বর। জেনারেল নলেজ- 25 নম্বর, ইংরেজি- 25 নম্বর, গণিত- 20 নম্বর, রিজনিং- 15 নম্বর। (1/4th নেগেটিভ মার্ক)

৪) ইন্টারভিউ- ১৫ নম্বর।

চাকরির খবরঃ রাজ্যে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন চলছে

এখনও এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। খুব সম্ভবত এই মাসের শেষ নাগাদ অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম প্রকাশ করা হবে। প্রতিদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চোখ রাখুন ExamBangla.com -এর পাতায়।

This post was last modified on May 8, 2022 9:11 pm

সর্ব শেষ প্রকাশিত

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

14 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

16 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

19 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

23 hours ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ | মাধ্যমিক ২০২৪ মেধা তালিকা

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে এবারের…

3 days ago