অন্যান্য খবর

পিছিয়ে গেল কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ! জেনে নিন কবে হবে পরীক্ষা

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করল রিক্রুটমেন্ট বোর্ড। জেনে নিন পরিবর্তিত তারিখ।

Advertisement

কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ পরিবর্তন করলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড জানিয়েছে যে, এর আগের বিজ্ঞপ্তিতে কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার জন্য যে তারিখের উল্লেখ করা হয়েছিল, সংশ্লিষ্ট তারিখে পরীক্ষাটি হচ্ছে না। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.prb.wb.gov.in) থেকে এ বিষয়ের বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন প্রার্থীরা।

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ

কিছুদিন আগে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে একটি নোটিশ দিয়ে বলা হয়েছিল, কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) আয়োজিত হতে চলেছে আগামী ৬ অক্টোবর ২০২৩ থেকে। কিন্তু এবার বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড জানাল যে, ওই দিনে পরীক্ষাটি হবে না। বদলে নতুন দিনক্ষণ ঠিক করা হচ্ছে। যদিও পরীক্ষার নয়া তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে, অতি শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানাবে বোর্ড। তাই পরীক্ষার্থীরা এ বিষয়ে আপডেট পেতে বোর্ডের ওয়েবসাইট (www.prb.wb.gov.in), (www.wbpolice.gov.in) এবং (www.kolkatapolice.gov.in)-এ নজর রাখবেন।

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ

আরও পড়ুনঃ হাইকোর্টে বড় জয় পেলেন রাজ্যের গ্রুপ- ডি প্রার্থীরা

প্রসঙ্গত, কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের শূন্যপদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে বেশ কিছু ধাপের নির্বাচনী পরীক্ষার দ্বারা। লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন, তাঁরা পরবর্তী ধাপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই প্রার্থীদের PETPMT টেস্ট নেবে বোর্ড। সবশেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে নির্ধারিত শূন্যপদে।

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ

Related Articles