কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪ | Kolkata Police Constable Syllabus 2024

কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন চলবে অনলাইনে। আজকের প্রতিবেদনে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার সিলেবাস আপলোড করা হল।

Published By: Exam Bangla | Published On:

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য চলে এসেছে দারুণ একটি সুখবর। কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে ৩৭৩৪ টি শূন্যপদের বিজ্ঞপ্তি। পরীক্ষার্থীদের কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪ সম্পর্কের জেনে নেওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অফিসিয়াল সিলেবাস শেয়ার করা হল আজকের প্রতিবেদনে। কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪ -এর সম্পূর্ণ ডিটেলস জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪
Exam NameConstables & Lady Constables in Kolkata Police - 2024
BoardWBPRB
QualificationMadhyamik Pass
Last Date01.04.2024
Syllabus PDFGiven Bellow↓

কলকাতা পুলিশ নিয়োগ প্রক্রিয়া ২০২৪

কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া মোট ৪ টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়।

➥ প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বর)
➥ শারীরিক পরিমাপ এবং শারীরিক দক্ষতা পরীক্ষা (PMT & PET)
➥ চূড়ান্ত লিখিত পরীক্ষা (৮৫ নম্বর)
➥ ইন্টারভিউ (১৫ নম্বর)

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪

প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে শারীরিক পরিমাপ এবং শারীরিক দক্ষতা নির্ণয়ের পরীক্ষাতে (PMT & PET) অংশগ্রহণ করা যাবে। এরপর PET অর্থাৎ Physical Efficiency Test বা শারীরিক দক্ষতা নির্ণয়ের পরীক্ষাতে পাশ করলে চূড়ান্ত লিখিত পরীক্ষায় অর্থাৎ মেন্ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মেন্ পরীক্ষায় উত্তীর্ণ হলেই ইন্টারভিউ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন।

কলকাতা পুলিশ প্রিলিমিনারি সিলেবাস ২০২৪

কলকাতা পুলিশ প্রিলিমিনারি সিলেবাস ২০২৪
বিষয়নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ৪০
গণিত (মাধ্যমিক স্তরের)৩০
রিজনিং৩০
মোট নম্বর১০০

বিগত ৩ বছর ধরে পুলিশ পরীক্ষায় সেরার সেরা বই অর্ডার করুন।

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪

কলকাতা পুলিশ শারীরিক যোগ্যতা (PMT)

বিভাগউচ্চতাওজনছাতি
পুরুষ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তপশীলি উপজাতি)১৬০ সেমি.৫৩ কেজি৭৬ সেমি (সম্প্রসারণ ছাড়া) ৮১ সেমি. (সম্প্রসারণ সহ - 5 সেমি.)
পুরুষ (সাধারণ, ওবিসি এবং অন্যান্য)১৬৭ সেমি.৫৭ কেজি৭৮ সেমি (সম্প্রসারণ ছাড়া) ৮৩ সেমি. (সম্প্রসারণ সহ - 5 সেমি.)
মহিলা (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তপশীলি উপজাতি)১৫২ সেমি.৪৫ কেজিপ্রযোজ্য নয়
মহিলা (সাধারণ, ওবিসি এবং অন্যান্য)১৬০ সেমি.৪৯ কেজিপ্রযোজ্য নয়
তৃতীয় লিঙ্গ (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং তপশীলি উপজাতি)১৫৫ সেমি.৪৮ কেজিপ্রযোজ্য নয়
তৃতীয় লিঙ্গ (সাধারণ, ওবিসি এবং অন্যান্য)১৬৩ সেমি.৫২ কেজিপ্রযোজ্য নয়

Physical Efficiency Test (PET)

বিভাগদূরত্বসময়
পুরুষ১৬০০ মিটার দৌড়৬ মিনিট ৩০ সেকেন্ড
মহিলা৮০০ মিটার দৌড়৪ মিনিট
তৃতীয় লিঙ্গ৮০০ মিটার দৌড়৩ মিনিট ৩০ সেকেন্ড

কলকাতা পুলিশ মেন্ সিলেবাস ২০২৪

বিষয়নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ২৫
ইংরেজি১০
গণিত (মাধ্যমিক স্তরের)২৫
রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস২৫
মোট৮৫

কলকাতা পুলিশ ইন্টারভিউ ২০২৪

চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের ডাক পাবেন। ইন্টারভিউ হবে ১৫ নম্বরের। চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ ৮৫ + ১৫ = ১০০ নম্বরের উপর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে।

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস ২০২৪

Kolkata Police Syllabus PDF 2024: Download Now
Kolkata Police Constable Recruitment 2024: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career