চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশিত হল, এডমিট কার্ড ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। বহু প্রতিক্ষার পর প্রকাশিত হল কলকাতা পুলিশ (Kolkata Police) ৩৩০ শূন্যপদে সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ পরীক্ষার তারিখ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) -র তরফ থেকে কলকাতা পুলিশ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এডমিট কার্ড প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। Kolkata Police Sub- Inspector Admit Card Download.

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৭ মার্চ, ২০২২ তারিখ রবিবার এই পরীক্ষা হতে চলেছে। পরীক্ষা হবে দুপুর ১২ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা তাদের এডমিট কার্ড ডাউনলোড করা শুরু করে দিয়েছেন। এবারে দেখে নেওয়া যাক কিভাবে আপনি নিজের এডমিট কার্ড ডাউনলোড করবেন?

[quads id=10]

আরও পড়ুনঃ WBP পুলিশ কনস্টেবল PMT PET নতুন নিয়ম চালু হলো

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, লেডি সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে প্রিলিমিনারি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য www.wbpolice.gov.in ওয়েবসাইটে যেতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার্থীদের সুবিধার্থে এই প্রতিবেদনে এডমিট ডাউনলোড করার ডাইরেক্ট লিংক দেওয়া হল।

১) নিচে দেওয়া ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।

২) নিচে দেওয়া চিত্র অনুযায়ী প্রথম ঘরে ৮ সংখ্যার অ্যাপ্লিকেশন নম্বর ও তার পরের ঘরে জন্ম তারিখ (DD/MM/YYY) বসিয়ে বোতামে ক্লিক করুন।

৩) তারপরই এডমিট কার্ড ডাউনলোড করার অপশন আসবে। সেখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এডমিট কার্ড টি ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করে নিতে হবে।

আরও পড়ুনঃ এই বই পড়ে কনস্টেবল প্রিলি পরীক্ষা পাস করল কয়েক হাজার পরীক্ষার্থী

[quads id=10]

Admit Card Download: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ