পরীক্ষা প্রস্তুতি

Kolkata Police Recruitment: সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার তারিখ প্রকাশিত! দিনক্ষণ জেনে নিন প্রার্থীরা

দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। নতুন বছরের শুরুতেই একগুচ্ছ শূন্যপদ পূরণে উদ্যোগী পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে। প্রকাশ পেল সেই নিয়োগ পরীক্ষার দিনক্ষণ। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি সহকারে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসের শেষে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হবে বলে জানিয়েছে বোর্ড।

বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর/সাব ইন্সপেক্ট্রেস (আন আর্মড ব্রাঞ্চ), সাব ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ) ও সার্জেন্ট নিয়োগ ২০২৩ -এর প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ২৮ জানুয়ারি ২০২৪ (রবিবার)। যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা সকলে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি ২০২৪ থেকে পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এবং wbpolice.gov.in থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার তারিখ প্রকাশিত

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েতের ৭ হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু

প্রার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে অ্যাডমিট ডাউনলোড করে নেবেন। অ্যাডমিটে পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য ছাড়াও বেশ কিছু নিয়ম ব্যাখ্যা করা থাকবে। প্রসঙ্গত, কলকাতা পুলিশের SI ও সার্জেন্ট নিয়োগ প্রক্রিয়া ২০২৩ -এর মাধ্যমে মোট ৩০৯ টি শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে। গত বছরে নিয়োগের আবেদন সম্পন্ন করেছে বোর্ড। আর এবার প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে নিয়োগের পথে একধাপ এগোনো হল। ক্রমে ধাপে ধাপে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে উপযুক্তদের শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কিত বিষয়ে নতুন আপডেট পেলেই ‘Exam Bangla’-এর পাতায় আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার্থীরা বোর্ডের দুটি ওয়েবসাইট সহ কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার তারিখ প্রকাশিত

Related Articles