চাকরির খবর

কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের আবেদন শুরু হল, বিজ্ঞপ্তি প্রকাশ করল বোর্ড

Share

অবশেষে অপেক্ষা কাটিয়ে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অগাস্টের শেষের দিকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা থাকলেও সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড জানায়, সেপ্টেম্বরের শুরুতে আরম্ভ হবে ফর্ম ফিল আপ। কথামতো পয়লা সেপ্টেম্বর থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু করল বোর্ড। অফিসিয়াল ওয়েবসাইট মারফত অনলাইনে চলছে ফর্ম ফিল আপ। মোট শূন্যপদ, আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে জানানো হল আজকের প্রতিবেদনে।

কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ), সাব ইন্সপেক্টর/সাব ইন্সপেক্ট্রেস (আনআর্মড ব্রাঞ্চ) ও সার্জেন্ট পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। চলতি এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩০৯টি শূন্যপদ রাখা হয়েছে। বিভিন্ন ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিরাট নিয়োগ

আবেদন যোগ্যতা- কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য একজন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। এছাড়া, বাংলা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে।

আবেদন পদ্ধতি

নিয়োগে আবেদন জানানোর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের।

  • প্রার্থীকে (wbpolice.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।
  • রেজিস্টার করে আবেদনপত্রটি পূরণ করতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্টস-সহ সাবমিট করতে হবে।
  • প্রতিটি তথ্য প্রদানের সময় অবশ্যই খেয়াল রাখবেন। সবশেষে আবেদন ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন।

কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে অংশ নেওয়ার জন্য ফি ধার্য হয়েছে ২৫০/- টাকা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিছু ছাড় থাকছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। উক্ত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন প্রার্থীরা। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

সর্ব শেষ প্রকাশিত

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২১

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর…

9 hours ago

ভারতের জাতীয় প্রতীক | National Symbol of India

ভারতের জাতীয় প্রতীক: ১৯৪৭ সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের থেকে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে…

16 hours ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 14 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

19 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১০

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

1 day ago

এক সপ্তাহের মধ্যেই ৫০ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া চমক

চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে। "৫০ শতাংশ ডিএ…

1 day ago

মাধ্যমিক পাশে সেরা কয়েকটি স্কলারশিপ! আবেদন শুরু হয়েগেছে এই সমস্ত স্কলারশিপের জন্য

মাধ্যমিক ফল প্রকাশের পর কয়েকটা দিন সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এবারের মাধ্যমিক…

2 days ago