চাকরির খবর

কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

কলকাতায় চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের অনেক চাকরিপ্রার্থীরা কলকাতায় চাকরি খুঁজে থাকেন। চাকরির সুযোগ দিচ্ছে কলকাতা সাইন্স সিটি। দেখে নিন বিস্তারিত আবেদন পদ্ধতি।

Advertisement

কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের কলকাতা সাইন্স সিটি কারও অজানা নয়। এবার কলকাতা সাইন্স সিটিতে চাকরির সুযোগ। ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম (NCSM) কলকাতা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। (Kolkata Science City Recruitment 2024)

Employment No.- 08/2024
Recruitment Agency- Kolkata Science City (NCSM)

কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ

কলকাতা সাইন্স সিটি তে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল অফিস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান। প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা সহ রইল বিস্তারিত।

পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ৬ টি, যার মধ্যে UR- ৩ টি, SC- ১ টি, OBC- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে আবেদনকারী কে কম্পিউটারে টাইপ করতে জানতে হবে। টাইপের গতি হতে হবে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ (ইংরেজির ক্ষেত্রে) বা ৩০ টি শব্দ (হিন্দির ক্ষেত্রে)।
বয়সসীমা- বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের হিসাবে।

Kolkata Science City Recruitment 2024

পদের নাম- টেকনিশিয়ান এ (কার্পেন্টার, ড্রাফটসম্যান, ফিটার, ইলেকট্রনিক্স)।
মোট শূন্যপদ- ৬ টি, যার মধ্যে UR- ১ টি, SC- ১ টি, EWS- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে। আইটিআই কোর্স পাশ করার পর অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা- বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের হিসাবে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে ৩ হাজার টিকিট ক্লার্ক নিয়োগ

বেতনক্রম- উপরে উল্লেখিত পদগুলির ক্ষেত্রে মূল বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। সরকারি সমস্ত ভাতা মিলিয়ে প্রথম মাসের বেতন হবে প্রায় ৩৭,৮৪৫ টাকা।

Kolkata Science City Recruitment Notification 2024

প্রতিদিন সর্বপ্রথম চাকরির আপডেট পেতে টেলিগ্রামে যুক্ত হন- 

join Telegram

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট টি হল ncsm.gov.in/notice/career

অনলাইনে আবেদন করার সময় যেসব ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলি হল- পাসপোর্ট সাইজের রঙিন ফটো (JPEG/ JPG, Size- 100 KB), স্ক্যান করা সিগনেচার (JPEG/ JPG, Size- 100 KB).

অনলাইনে আবেদন করার জন্য মহিলা প্রার্থী/ প্রাক্তন সরকারি কর্মী/ শারীরিক প্রতিবন্ধী/ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত আবেদনকারীদের কোনোপ্রকার আবেদন ফি লাগবে না। বাকি অন্যান্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ৮৮৫ টাকা জমা করতে হবে।

চাকরির খবরঃ BLRO অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ

আবেদন করার শেষ তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২৪।

Official Notice: Download Now
Apply Now: Click Here

Related Articles