চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

KP Constable Main Practice Set 2023 | কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট ৪

KP Constable Main Practice Set 2023: কলকাতা পুলিশের তরফে কনস্টেবল নিয়োগ ২০২২ -এর মেন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত KP Constable Main Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

KP Constable Main Practice Set

KP Constable Main পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত KP Constable Main Practice Set পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

KP Constable Main Practice Set in Bengali

KP Constable Main পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

KP Constable Main Practice Set 4

1. সঞ্চয়ী কোশে কোন ধাতু ব্যবহৃত হয়?

[A] তামা
[B] সিসা
[C] অ্যালুমিনিয়াম
[D] জিংক

উঃ সিসা

2. নিম্নলিখিত কনটি একটি নিষ্ক্রিয় গ্যাস?

[A] নাইট্রোজেন
[B] ক্লোরিন
[C] আর্গন
[D] হাইড্রোজেন

উঃ আর্গন

3. ‘জীববিদ্যার জনক’ কে?

[A] অ্যারিস্টটল
[B] ডারউইন
[C] ল্যামার্ক
[D] হিপোক্র্যাটিস

উঃ অ্যারিস্টটল

KP Constable Main আপডেট পাওয়ার জন্য WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇

KP Constable Main Practice Set 2023

[quads id=10]

4. টাইফয়েড ও কলেরা একধরনের—

[A] ছোঁয়াচে রোগ
[B] বায়ুবাহিত রোগ
[C] জলবাহিত রোগ
[D] কোনটিই নয়

উঃ জলবাহিত রোগ

5. পালং শাকে প্রচুর পরিমাণে থাকে—

[A] ভিটামিন A
[B] লোহা
[C] ক্যারোটিন
[D] ভিটামিন E

উঃ ভিটামিন A

6. লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের রাজধানী কোনটি?

[A] পোর্ট ব্লেয়ার
[B] সিলভাসা
[C] চন্ডিগড়
[D] কাভারাত্তি

উঃ কাভারাত্তি

KP Constable Main Practice Set 2023

7. কত খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয়?

[A] 1852
[B] 1854
[C] 1872
[D] 1836

উঃ 1852

8. বৃহত্তম মহাকাব্য হল—

[A] মহাভারত
[B] ফেয়ারি কুইন
[C] রামায়ণ
[D] প্যারাডাইস লস্ট

উঃ মহাভারত

[quads id=10]

9. আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন—

[A] অরবিন্দ ঘোষ
[B] পি সি ব্যানার্জি
[C] বিপিনচন্দ্র পাল
[D] সুভাষচন্দ্র বসু

উঃ অরবিন্দ ঘোষ

10. নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়?

[A] চাল
[B] ভুট্টা
[C] তুলা
[D] যব

উঃ যব

KP Constable Main Practice Set 2023

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ