এক নজরে
KP Constable Practice Set 2024: কলকাতা পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত KP Constable Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
KP Constable Practice Set
KP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত KP Constable পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
KP Constable Practice Set in Bengali
KP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
KP Constable Practice Set 2
1. মৃদু জলের একটি উদাহরণ হল—
[A] সমুদ্রের জল
[B] বৃষ্টির জল
[C] নদীর জল
[D] কুয়োর জল
উত্তরঃ [B] বৃষ্টির জল
2. কোনটি গ্যাসীয় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
[A] NH3
[B] HCL
[C] CO2
[D] CH4✓
উত্তরঃ [D] CH4
3. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?
[A] পারদ
[B] প্লাজমা
[C] গ্যাসীয়
[D] LPG
উত্তরঃ [B] প্লাজমা
4. পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো—
[A] সমসংস্থঅঙ্গ
[B] নিষ্ক্রিয় অঙ্গ
[C] সমবৃত্তিয় অঙ্গ
[D] লুপ্ত অঙ্গ
উত্তরঃ [C] সমবৃত্তিয় অঙ্গ
5. তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হল—
[A] ক্লোরিন
[B] আয়োডিন
[C] ফ্লুরিন
[D] সিজিয়াম
উত্তরঃ [C] ফ্লুরিন
6. সাতবাহন রা কোন জায়গায় রাজত্ব করত?
[A] হাম্পি
[B] কলিঙ্গ
[C] অন্ধ্র অঞ্চল
[D] কঙ্কন অঞ্চল
উত্তরঃ [C] অন্ধ্র অঞ্চল
7. প্রাচীন বৈদিক সাহিত্যে কোন নদীর নাম সব থেকে বেশি উল্লেখ আছে?
[A] গঙ্গা
[B] সিন্ধু
[C] শতদ্রু
[D] সরস্বতী
উত্তরঃ [B] সিন্ধু
8. নিজের কোনটি থেকে খরচটি লিপি আহুত হয়েছে?
[A] অ্যারামিক
[B] সংস্কৃত
[C] চিত্রলিপি
[D] ব্রাহ্মী
উত্তরঃ [A] অ্যারামিক
9. ঔরঙ্গজেব কত সালে আলমগীর উপাধি ধারণ করেন?
[A] 1658
[B] 1659
[C] 1660
[D] 1661
উত্তরঃ [B] 1659
10. বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন বিজয় নগরের রাজা কে ছিলেন?
[A] সদাশিবরায়
[B] কৃষ্ণদেব রায়
[C] প্রথম দেবরায়
[D] দ্বিতীয় দেবরায়
উত্তরঃ [B] কৃষ্ণদেব রায়
11. কুতুবউদ্দিন আইবক নিচের কোনটি প্রতিষ্ঠা করেন নি?
[A] কাওয়াত উল ইসলাম মসজিদ
[B] কুতুব মিনার
[C] আড়াই দিনকা ঝোপড়া
[D] আলাই দরওয়াজা
উত্তরঃ [D] আলাই দরওয়াজা
12. শাহজাহান পুত্র সুজা কোথাকার সুবেদার ছিলেন?
[A] বাংলা
[B] বিহার
[C] ওড়িষ্যা
[D] মহীশূর
উত্তরঃ [A] বাংলা
13. হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ এর সৈন্যবাহিনীর প্রধান কে ছিলেন?
[A] মান সিং
[B] হাকিম খান
[C] অমর সিংহ
[D] শক্তি সিং
উত্তরঃ [B] হাকিম খান
14. মহাত্মা গান্ধী ভারতে প্রথম তার রাজনৈতিক কার্যক্রম শুরু করেন কোথা থেকে?
[A] সবরমতি
[B] ডান্ডি
[C] চম্পারন
[D] খেদা
উত্তরঃ [C] চম্পারন
পুলিশ পরীক্ষায় আপনার সফলতার চাবিকাঠি 👇👇
15. ব্রিটিশরা ভারতের প্রথম যে ফোর্ট স্থাপন করেছিলে তা হল—
[A] ফোর্ট উইলিয়াম
[B] ফোট সেন্ট ডেভিড
[C] ফোর্ট সেন্ট জর্জ
[D] হুগলি ফোর্ট
উত্তরঃ [D] হুগলি ফোর্ট