KP Constable Practice Set 2024 | কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ৪

কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেবাস ভিত্তিক কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট আপলোড করা হল আজকের প্রতিবেদনে।

Published By: Exam Bangla | Published On:

KP Constable Practice Set 2024: কলকাতা পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত KP Constable Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

KP Constable Practice Set

KP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত KP Constable পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

KP Constable Practice Set in Bengali

KP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

KP Constable Practice Set 4

1. লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন—

[A] সুমিত্রা মহজন
[B] মীরা কুমার
[C] সন্যৎ দেবী
[D] কেউ নন

উত্তরঃ [B] মীরা কুমার

2. রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট কতজন সদস্য নির্বাচিত করে থাকেন?

[A] 12
[B] 14
[C] 16
[D] 18

উত্তরঃ [B] 14

3. ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন?

[A] উত্তর প্রদেশ
[B] তামিলনাড়ু
[C] পশ্চিমবঙ্গ
[D] দিল্লি

উত্তরঃ [A] উত্তর প্রদেশ

4. IFSC কোর্ড কত সংখ্যার হয়ে থাকে?

[A] 7
[B] 11
[C] 15
[D] 10

উত্তরঃ [B] 11

5. ভারতবর্ষের বৃহত্তম শিল্প হল—

[A] আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি
[B] টেক্সটাইল ইন্ডাস্ট্রি
[C] সিমেন্ট শিল্প
[D] অটোমোবাইল শিল্প

উত্তরঃ [A] আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি

6. ক্যাকটাসের পাতা কাটায় রুপান্তরিত হয় কারণ—

[A] সালোকসংশ্লেষ বাড়ানোর জন্য
[B] বাষ্পমোচন রোধ করবার জন্য
[C] শ্বাসকার্য বৃদ্ধি করার জন্য
[D] বাষ্পমোচন বৃদ্ধি করার জন্য

উত্তরঃ [B] বাষ্পমোচন রোধ করবার জন্য

7. রক্তের উৎস,প্রকৃতি এবং তার বিভিন্ন রোগ সম্পর্কিত যে আলোচনা তা কি নামে পরিচিত?

[A] হেগাটোলজি
[B] ইমোটোলজি
[C] হেমাটোলজি
[D] হলোগ্রাম

উত্তরঃ [C] হেমাটোলজি

KP Constable Practice Set 2024

8. আবর্জনা স্তূপ থেকে বের হয় নিচের কোনটি?

[A] কার্বন ডাই অক্সাইড
[B] ওজোন
[C] পটাশিয়াম
[D] মিথেন ও হাইড্রোজেন সালফাইড

উত্তরঃ [D] মিথেন ও হাইড্রোজেন সালফাইড

9. নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়?

[A] অ্যাপেন্ডিক্স
[B] নিকটিটৈটিং মেমব্রেন
[C] কক্সিস
[D] গলব্লাডার

উত্তরঃ [D] গলব্লাডার

10. জিপসাম এর রাসায়ানিক নাম—

[A] কপার সালফেট
[B] জিংক সালফেট
[C] ক্যালসিয়াম সালফেট
[D] ক্যালসিয়াম কার্বনেট

উত্তরঃ [C] ক্যালসিয়াম সালফেট

11. নিচের কোনটি অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়?

[A] ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
[B] অ্যাসেটিক অ্যাসিড
[C] অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
[D] কার্বলিক অ্যাসিড

উত্তরঃ [C] অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড

12. খনিগর্ভে জলের স্ফুটনাংক কেমন হয়?

[A] বাড়ে
[B] কমে
[C] একই থাকে
[D] নির্দিষ্ট করে কিছু বলা যায় না

উত্তরঃ [D] নির্দিষ্ট করে কিছু বলা যায় না

13. কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে?

[A] জাইলেম
[B] ফ্লোয়েম
[C] ট্রাকিয়া
[D] মূল

উত্তরঃ [B] ফ্লোয়েম

14. মানুষের দেহে স্বাভাবিক উষ্ণতা 98.4° F, সেন্টিগ্রেড স্কেলে এর মান কত?

[A] 36.89°C
[B] 40°C
[C] 47.6°C
[D] 29°C

উত্তরঃ [A] 36.89°C

পুলিশ পরীক্ষায় আপনার সফলতার চাবিকাঠি 👇👇

KP Constable Practice Set 2024

15. প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না তা হল—

[A] জনন কোষ
[B] স্নায়ু কোষ
[C] রক্ত কোষ
[D] অস্থি কোষ

উত্তরঃ [B] স্নায়ু কোষ

KP Constable Practice Set 2024

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career