স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ, মোট শূন্যপদ ১৩,৪০৪ টি

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফে চিচিং মন টিচিং শহর একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি…

Published By: Exam Bangla | Published On:

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফে চিচিং মন টিচিং শহর একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Teaching and Non Teaching
মোট শূন্যপদ- ১৩৪০৪ টি।
বয়স- প্রার্থীর বয়স PGT পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর, TGT/ Librarian পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর, PRT পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শূন্যপদের বিন্যাস- শিক্ষাগত যোগ্যতা-
Assistant Commissioner- 52- PG + B.Ed + Relevant Exp.
Principal- 239- PG + B.Ed + Relevant Exp.
Vice Principal- 203- PG + B.Ed + Relevant Exp.
Post Graduate Teacher (PGT)- 1409- PG in Related Subject + B.Ed
Trained Graduate Teacher (TGT)- 3176- Graduate + B.Ed + CTET
Primary Teacher (PRT)- 6414- 12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET
PRT (Music)- 303- 12th Pass + D.Ed (Music)
Librarian- 355- Degree/ Diploma in Lib. Science

চাকরির খবরঃ নোট ছাপানো দপ্তরে কর্মী নিয়োগ

Finance Officer- 6- B.Com/ M.Com/ CA/ MBA
Assistant Engineer (Civil)- 2- B.Tech in Civil Engg.
Assistant Section Officer (ASO)- 156- Graduate
Senior Secretariat Assistant (UDC)- 322- Graduate
Junior Secretariat Assistant (LDC)- 702- 12th Pass + Typing
Hindi Translator- 11- PG in Hindi/ English
Stenographer Grade-II- 54- 12th Pass + Steno

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- আবেদন চলবে ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
আবেদন ফি- GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ ESM প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান– কলকাতা সহ বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে নিয়োগ করা হবে।

Short Notice (News Paper): Download Now
Details Notification: Link1 | Link2
Apply Now: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost. All the post write in local language i.e; bengali, so the all candidates can read carefully.

© Exambangla  | All rights reserved

Sitemap | Career