শিক্ষার খবর

পড়াশোনায় মন বসছে না? পড়াশোনায় মনোযোগী হওয়ার কিছু সহজ পন্থা জেনে নিন

Share

‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’- এই কথা তো আমরা প্রায় সবাই সেই ছোটবেলা থেকে মা বাবার মুখ থেকে আবার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকে শুনেছি। তবে এই পড়াশোনা বিষয়টি কিন্তু কারোরই খুব একটা করতে পছন্দ হয়না। শিশুদের তো বেশিরভাগই একটার পর একটা বাহানা চলতেই থেকে এই পড়তে বসা নিয়ে। কখনও বলে, পড়তে ইচ্ছে করছে না! কখনও আবার, আমি পড়তে বসলেই ঘুম পায়! পড়াশোনা করতে গিয়ে এরকম সব বাহানা চলতেই থাকে বাচ্চাদের। কিন্তু অগত্যা মা বাবা তো আর শুনবে না। শেষ পর্যন্ত পড়তে বসতেই হয়।

পড়াশোনায় মনোযোগী হওয়ার কিছু সহজ পন্থা

তবে পড়াশোনায় বাচ্চাদের মন বসানোর এমন কয়েকটি উপায় আছে যা আপনার বাচ্চার ওপর ম্যাজিকের মতো কাজ করবে। আর আপনাকে উদ্বিগ্ন হতে হবেনা। এবার জেনে নেওয়া যাক সেই উপায়গুলি-

লক্ষ্য স্থির করা

জীবনের যেকোনো কাজের ক্ষেত্রেই আমাদের প্রধান চিন্তা হওয়া উচিত আমরা ঠিক কোন উদ্যেশ্যে এগোচ্ছি। নির্দিষ্ট গন্তব্যস্থল অজানা থাকলে চলার রাস্তায় যেমন আমরা সবাই ধাঁধার মধ্যে পড়ে যাবো তেমনই ছোট শিশু থেকেই আপনার বাচ্চাটিকে এই শিক্ষা আগে দেওয়া প্রয়োজন একটি নির্দিষ্ট গোল অর্থাৎ লক্ষ্য স্থির করা। আর সেই লক্ষ্যের দিকে তাকিয়ে সেভাবেই নিজেকে চালনা করা। লক্ষ্যভ্রষ্ট ব্যক্তি কখনোই পড়াশোনায় মন বসাতে পারেনা।

টেবিলে বসার অভ্যেস গড়ে তোলা

এক ঘটনা থেকে জানা যায়, একজন নোবেলজয়ী ব্যক্তি একদা নোবেল লেখার জন্য দিনে সাত থেকে আট ঘণ্টা টেবিলে বসার অভ্যেস করেছিলেন। তিনি এতে সফলও হয়েছিলেন একসময় তাই ছোট থেকে পড়াশোনা করার অভ্যেস টেবিলে বসে করতে হবে। শোয়ার বিছানায় ঠেস দিয়ে আরাম করে পড়তে বসার বদভ্যাস একেবারেই ত্যাগ করা উচিত। টেবিলে বসার আগে নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে বসতে হবে যাতে করে পড়ার মাঝে বারংবার উঠতে না হয়।

রুটিন করে পড়ার অভ্যেস

এই পৃথিবীর সমস্ত জিনিস প্রকৃতি পর্যন্ত নির্দিষ্ট একটি ছন্দে অর্থাৎ রুটিংয়ে চলে। নির্দিষ্ট সময় সূর্য ওঠে , আবার অস্ত যায় যার ফলে সমতা বজায় থাকে। সেই কারণেই পড়াশোনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট রুটিন মেনে চললে সেক্ষেত্রে সফলতা পাওয়া যায়। তবে রুটিন তৈরির ক্ষেত্রে অবশ্যই নিজের পছন্দমত ঠিক করতে হবে মাঝে মাঝে খানিকটা বিরতিও রাখতে হবে।

টার্গেট বা কোনো মিশন নিয়ে পড়া

মোবাইলে গেম আমরা কমবেশি সবাই খেলেছি। সেখানে প্রত্যেকবারই দেখতে পাই প্রতিটি গেমে কোনো মিশন বা টার্গেট থাকে, লেভেল একটার পর একটা পেরোতে থাকে তেমনই পড়াশোনার ক্ষেত্রে একঘেয়েমি ভাবে না পড়াশোনা করে একটি করে মিশন ফিক্সড করা জরুরি।

যখন মনোযোগ বসে তখন পড়া

পৃথিবীর প্রতিটি মানুষের পছন্দ ভিন্ন ভিন্নরূপ। তাই সবাই একটি নির্দিষ্ট সময়ে পড়ছে বলে আপনাকেও পড়তে হবে এমনটা নয় আপনি আপনার মতো করে সময়টা নির্ধারিত করবেন কোন সময়ে গভীর রাতে নাকি ভোরের শান্ত পরিবেশে আপনার পড়তে ভালো লাগছে।

ব্যায়াম বা খেলাধূলা করা

শারীরিক ভাবে সুস্থ সবল থাকাও পড়াশোনাতে আগ্রহ বাড়ায় আর তার জন্য একমাত্র ওষুধ হলো খেলাধূলা বা ব্যায়াম করা। বিকেলের সময়টাতে তাই পড়াশোনার পরিবর্তে খেলাধুলা করাই শ্রেয়।

পর্যাপ্ত ঘুম

একজন মানুষের দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। আর সেই ঘুম যদি না হয় তবে সারাদিনের সমস্ত কাজেই বিঘ্ন ঘটতে পারে। তাই স্মার্টফোনে ফেসবুক বা ইউটিউবে ডুবে না থেকে গভীর রাত পর্যন্ত শরীরে পর্যাপ্ত ঘুমের ভীষণ প্রয়োজন। আর তা নাহলে সারাদিন পড়াশোনা করতে গেলেই বিরক্তি ভাব গ্রাস করবে ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে।

This post was last modified on January 10, 2022 5:51 pm

সর্ব শেষ প্রকাশিত

মে মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের…

5 hours ago

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৭

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে…

20 hours ago

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনও লিখিত পরীক্ষা…

21 hours ago

কলকাতা CSIR দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত আবেদন পদ্ধতি দেখে নিন

সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট -এর পক্ষ থেকে বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ…

1 day ago

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 04 মে 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির…

1 day ago

প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের পর এবার, ৭০ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে তৈরি হচ্ছে সংশয়

শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে আমূল ভেঙ্গে পড়বে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা? কি হতে পারে পশ্চিমবঙ্গের…

2 days ago