কলেজ পড়ুয়াদের জন্য সম্প্রতি একটি নতুন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে LG electronic India private limited এর তরফ থেকে। এই স্কলারশিপের ক্ষেত্রে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে? কারা কারা আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি কী? ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
স্কলারশিপের নাম- লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা- যে সকল ছাত্র-ছাত্রীরা গ্রাজুয়েশন স্তরের পড়াশোনা করছেন অথবা স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন।
যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকের রেজাল্টে ৬০% শতাংশ নাম্বার পেয়েছেন ও যে সকল স্টুডেন্টরা সেকেন্ড , থার্ড ও ফোর্থ ইয়ারে ৬০% নম্বর পেয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করার যোগ্য। তবে যে সকল প্রার্থীদের বাবা-মা buddy4study এবং LG electronic India private limited এ কর্মরত তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন না।
এই স্কলারশিপটি মেধাবী স্টুডেন্টদের জন্য দেওয়া হলেও বাবা মায়ের ইনকাম বার্ষিক ৮ লাখের বেশি হলে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ টি পাবেন না।
আরও পড়ুনঃ কলেজ পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক
স্কলারশিপে প্রদত্ত অর্থের পরিমাণ- যারা গ্র্যাজুয়েট করছেন সেই সমস্ত স্টুডেন্টরা এই স্কলারশিপে ৫০ হাজার টাকা এবং যারা মাস্টার্সের জন্য আবেদন করেছেন বা মাস্টার্স পড়ছেন সেই সমস্ত স্টুডেন্ট স্কলারশিপে ১ লক্ষ টাকা পাবেন।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে এপ্লাই নাও বটনে ক্লিক করতে হবে। এরপর buddy4studyতে রেজিস্টার আইডি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পেজ খুলতে হবে। সেখানে নিজের ইমেল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি দিতে হবে। এরপর লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪ ওপেন হবে। সেখানে start application বটনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। টার্মস এন্ড কন্ডিশন গ্রহণ করে প্রিভিউ অপশনে ক্লিক করে সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১। ক্লাস টুয়েলভের রেজাল্ট এবং কলেজ ও মাস্টার্সের ক্ষেত্রে পূর্ববর্তী ইয়ারের মার্কশিট।
২। ঠিকানার প্রমাণপত্র, আধার কার্ড ইত্যাদি।
৩। পারিবারিক আয়ের শংসাপত্র হিসেবে স্যালারি স্লিপ, ইনকাম ট্যাক্স রিটার্ন স্টেটমেন্ট, ফর্ম সিক্সটিন, রেশন কার্ড, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট অফ বিডিপি।
৪। কলেজে ভর্তি হওয়ার অ্যাডমিশন কার্ড, অ্যাডমিশন ফি ইত্যাদি
৫। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
৬। ফটোগ্রাফ
৭। বোনাফাইড সার্টিফিকেট
আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
আবেদন করার শেষ তারিখ- ১৫/০১/২০২৫
Candidates can click on the link provided here to get more details about this scholarship.