চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি থেকে চলে ৪ঠা মার্চ পর্যন্ত। এ বছর পরীক্ষায় বসেন প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। আগের বছরের তুলনায় যা চার লক্ষ কম। বিগত বছরে পরীক্ষার্থী ছিল প্রায় দশ লক্ষের কাছাকাছি। আগের বছর যেখানে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ, সেখানে চলতি বছরের মাধ্যমিক পাশের হার কত হতে পারে? সামনে আসছে নানান পরিসংখ্যান।
Madhyamik Result 2023
গত বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্রদের পাশের হার ছিল ৮৮.৫৯ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ছিল প্রায় ৮৫ শতাংশ। সর্বোচ্চ পাশের হার ছিল পূর্ব মেদিনীপুর জেলার হাতে। সেখানে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলেন প্রায় ৯৭.৬৩ শতাংশ পড়ুয়া। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা গুলি যেমন কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাও পাশের হার নব্বই শতাংশ পার করে। কলকাতাতেও উত্তীর্ণ হন প্রায় ৯৪ শতাংশ পড়ুয়া। সবমিলিয়ে বিগত বছরে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ছিল সন্তোষজনক।
প্রসঙ্গত, বিকাশ ভবন সূত্রে যা খবর তাতে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রকাশ্যে আসতে পারে মাধ্যমিকের রেজাল্ট। সেক্ষেত্রে আগামী ১৫ই মে তারিখকেই সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। ইতিমধ্যে রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত আপডেট আসবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
আর কয়েকদিনের মধ্যে জানা যাবে মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে। মাধ্যমিক রেজাল্ট নিজের মোবাইলে কীভাবে দেখবেন নীচের লিংকে ক্লিক করে দেখে নিন- Click Here